Home Tags ক্ষুধা মুক্তির অজুহাতে ড্যান্ডি’র নেশায় পথ শিশুরা

Tag: ক্ষুধা মুক্তির অজুহাতে ড্যান্ডি’র নেশায় পথ শিশুরা

ক্ষুধা মুক্তির অজুহাতে ড্যান্ডি’র নেশায় পথ শিশুরা,প্রশাসনের প্রতি পুনর্বাসনের আহ্বান

যে বয়সে শিশুরা বই খাতা কলম নিয়ে স্কুলে যাওয়ার কথা খেলাধুলা করার কথা সেই সময়ে এই পথশিশুরা ড্যান্ডি নামের মরণ নেশায় আসক্ত হচ্ছে ক্ষুধা থেকে মুক্ত হতে। এইসব শিশুরা নেশার টাকা যোগাড় করতে চুরিসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে। এ দিকে অসাধু বিক্রেতারা অধিক মুনাফার লোভে পথ শিশুদের কাছে এসব নেশাজাতে ব্যবহৃত দ্রব্য বিক্রি করছে। ‘ড্যান্ডি’ নামে এই নেশা করার দ্রব্যটি রাবার, চামড়াজাত দ্রব্য বা জুতা ও ফার্নিচারের বিভিন্ন জিনিস তৈরিতে ব্যবহৃত এক ধরনের আঠা জাতিয় দ্রব্য। যা ৮০ থেকে ১৪০ টাকায় শহরের বিভিন্ন হার্ডওয়ারের দোকানে সলিউশন নামে এসব আটা বিক্রি করা হয়। পথ শিশুদের ‘‘ড্যান্ডি’’ নামে নেশা থেকে রক্ষা করতে আইনগতভাবে সংশোধনের ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন শহরের সচেতনমহল।
- Advertisement -

জনপ্রিয় খবর

সর্বধিক পঠিত