৭ই মার্চের ভাষনের স্বীকৃতিতে নড়াইলে বিভিন্ন কর্মসূচি

    0
    428

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৫নভেম্বর,নড়াইল প্রতিনিধিঃ    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষন ইউনেস্কোর “ মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার” এ অন্তভুর্ক্তি এবং “ বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যের” স্বীকৃতি পাওয়ায় নড়াইলে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে আনন্দ শোভাযাত্রা, আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ষ্টেডিয়াম থেকে আনন্দ শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

    পরে  জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনাসভা অনুষ্ঠিত হয় । র‌্যালীসহ এ সব অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ সোহরাব হোসেন বিশ^াস, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ সোহরাব হোসেন বিশ^াস, সিভিল সার্জন ডাঃ আসাদুজ্জান মুন্সি, পৌর মেয়র মোঃ জাহাঙ্গীর হোসেন বিশ^াস, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারি, রাজনীতিবিদ, বীরমুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,ছাত্র-ছাত্রী, সাংবাদিক, ব্যাবসায়ি, সাংস্কৃতি কর্মিসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।