৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে নড়াইলে বে-সরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবন্ধন

0
468
৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে নড়াইলে বে-সরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবন্ধন
নড়াইলে বে-সরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবন্ধন

সুজয় বকসী,নড়াইল প্রতিনিধিঃ শতভাগ উৎসব ভাতা ও জাতীয় করনসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে নড়াইলে বে-সরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার ১১ মার্চ ২০২২ ইং তারিখে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ, নড়াইলের আয়োজনে নড়াইল প্রেসক্লাবের সামনে নড়াইল- যশোর সড়কে এ শিক্ষকবন্ধন অনুষ্টিত হয়।
শিক্ষকবন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ধ্রুব কুমার ভদ্র, প্রধান শিক্ষক ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য দীলিপ সাহা, প্রধান শিক্ষক ফোরামের নড়াইল সদর উপজেলা সভাপতি প্রশান্ত কুমার দত্ত, সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রশীদ, সাধারন সম্পাদক রবীন্দ্র নাথ মন্ডল, নড়াইল ভিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিমাই চন্দ্র পাল, লোহাগড়া মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, বল্লারটোপ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদুল ইসলামসহ অনেকে।
বক্তারা অবিলম্বে তাদের এ ৫ দফা দাবি মেনে নেয়র জন্য শিক্ষাবান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহবান জানান।
শিক্ষকবন্ধনে জেলার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগন অংশগ্রহন করেন।