৫৩ তম স্বাধীনতা দিবসে জনগণের প্রত্যাশা

0
130

চৌধুরী নিহারেন্দু হোম সজলঃ আমরা সতের কোটি সাধারণ জনগোষ্ঠী, ভালো কাজের সমর্থক, আর খারাপ কাজের প্রকৃত সমালোচক খুঁজে পাইনা,সেজন্য আমরা হতাশাগ্রস্থ।
দেশের সরকারসহ তার সকল বিভাগে অভিজ্ঞ বিভিন্ন প্রশাসন রয়েছে। আমরা বুজতে পারিনা, তারা কখন কি করছেন? যা আমাদের পক্ষে না বিপক্ষে যাচ্ছে? হা খতিয়ে দেখার ভালো ও সচেতন লোকজন থাকলেও এ কাজটি হচ্ছে কোথায়? না হওয়ার কারণ টি ও প্রশ্নের ঊর্ধ্বে নয়।
ইত্যাদি বিষয়ের পর্যালোচনায় বলতে দ্বিধা নেই যে প্রকৃত অর্থে একটি শক্ত সামর্থবান বিরোধী দল আছে বলে মনে হয় না।
কারণ তারা সরকারের ও প্রশাসনের ভুল ত্রুটি সমালোচনা ও ভালো কাজের সমথর্ন না করে বরং জনগনের পঙ্ক অবলম্বনে ও আস্থাহীন পঙ্ক পাত দুষ্টতায় নিমজ্জিত।
অপরদিকে যারা সরকার দলের সাথে আছেন তারাও জনগনের স্বার্থ রক্ষায় তেমন কিছু করছেন বলে আমাদের কাছে দৃশ্যমান নয়।
আমরা চাই, মহান মুক্তিযুদ্ধের চেতনায় গণজাগরণের মধ্য দিয়ে অসমাপ্ত কাজসহ মানুষের ভোট ও ভাতের অধিকার জন জীবনে নিরাপত্তা, ঘোষ দুর্নীতি, বেকারত্ব ও বৈষম্য দুর করে একটি সুশাসন প্রতিষ্ঠা করা হোক।
এ সকল কারনাধীনে গোটা জাতি আজ হতাশায় ভুগছেন।
আমরা দেশের সাধারণ মানুষ আশা করতেই পারি রাজনৈতিক ভাবে এর একটা গুনগত ইতিবাচক পরিবর্তন হোক।

লেখকঃ সাংবাদিক ও রাজনীতিবিদ চৌধুরী নিহারেন্দু হোম সজল,শ্রীমঙ্গল-মৌলভীবাজার।