২৫ মার্চ ইতিহাসের বর্বরতম গণহত্যা দিবস পালন উপলক্ষে সভা

0
204

সুজয় কুমার বকসী,নড়াইল প্রতিনিধিঃ ইতিহাসের নিকৃষ্টতম ২৫ মার্চ গণহত্যা দিবস পালন উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে নড়াইলেও দিবসটির তাৎপর্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন নড়াইল এর আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান এর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) মোঃ ফকরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব ) শাশ্বতী শীল, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ গোলাম কবির,বীরমুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম হিলু,সরকারি কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা,সাংবাদিক,এছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
এ ছাড়াও দিনব্যাপী গণহত্যার উপর দূর্লভ আলোকচিত্র/ প্রামণ্যচিত্র প্রদর্শনী, ২৫ মার্চ স্মরনে বিশেষ মোনাজাত / প্রার্থনার কর্মসুচি গ্রহন করা হয়েছে।