২০ অক্টোবর পবিত্র ‘ঈদ-ই-মিলাদুন্নবী’তে সরকারি ছুটি ঘোষণা

0
709
২০ অক্টোবর পবিত্র 'ঈদ-ই-মিলাদুন্নবী’তে সরকারি ছুটি ঘোষণা

নিজস্ব প্রতিনিধিঃ  আগামী ২০ অক্টোবর ২০২১ ইং তারিখে পবিত্র ‘ঈদ-ই-মিলাদুন্নবী’র (সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম) দিনে সরকারি ছুটি ঘোষণা করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জন প্রশাসন মন্ত্রণালয়।১৭ অক্টোবর ২০২১ ইং তারিখে সরকারী ওয়েবসাইটে বিজ্ঞপ্তি আকারে সরকারি ছুটির বিষয়টি প্রকাশ করা হয়।   

এতে মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে ও স্বাক্ষরিত এবং উপসচিব মো: মশিউর রহমান তালুকদার কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়-

“০১ কার্ষিক ১৪২৮ ১৭ অক্টোবর 2011 ALLOCATION OF BUSINESS AMONG THE DIFFERENT MINISTRIES AND DIVISIONS (Schedule I of The Rules of Business, 1996) (Revised up to April 2017) Ministry of Public Administration অংশে ৩৭ নম্বর ক্রমিকের বিধানে বর্ণিত প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে সরকারি ছুটি আগামী ১৯ অক্টোবর, ২০২১ মঙ্গলবার এর পরিবর্তে ২০ অক্টোবর, ২০২১ তারিখ বুধবার পুনঃনির্ধারণ করা হলো। যে সকল অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইন-কানুন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে অথবা যে সকল অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার কর্তৃক অত্যাবশ্যক চাকরি হিসেবে ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইন-কানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এ ছুটি পুনঃনির্ধারণ করবে।”

২০ অক্টোবর পবিত্র 'ঈদ-ই-মিলাদুন্নবী’তে সরকারি ছুটি ঘোষণা
মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে ও স্বাক্ষরিত এবং উপসচিব মো: মশিউর রহমান তালুকদার কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি