১৪ জানুয়ারী সকল ঈদের সেরা ঈদ ঈদ-ই-মিলাদুন্নবী(দঃ)

    1
    498

    আমারসিলেট24ডটকম,০২জানুয়ারীঃ  আজ বাংলাদেশের আকাশে ১৪৩৫ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেছে । আগামী কাল শুক্রবার থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। আর সে হিসাব অনুসারে আগামী ১৪ জানুয়ারি মঙ্গলবার সারাদেশে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (দঃ) পালিত হবে।আজ বৃহস্পতিবার ঢাকায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় চাঁদ দেখা কমিটির সহসভাপতি কাজী হাবিবুল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

    জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় প্রধান তথ্য কর্মকর্তা আমিনুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ মতিউর রহমান খান, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্মসচিব ডা. মোঃ আবদুস সুকুর, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব প্রফেসর আল্লামা মোহাম্মদ সালাহ উদ্দিন, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোঃ শাহ আলম, স্পারসোর পিএসও মোঃ শাহ আলম এবং বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী  প্রমুখ উপস্থিত ছিলেন।