“হাওরের জীবন” হালিমা খাতুন

    0
    418

    “হাওরের জীবন” হালিমা খাতুন

     

    সবুজ পাহাড়,ধানের ক্ষেত,হাওর-নদী আকাঁ বাকাঁ মেটোপথ

    জেলে-নদী-নৌকা ও জল হাওরবাসীর এই তো জীবন।

    যেন শিল্পীর তুলিতে আকাঁ একখানা ছবির মতন,

    বিস্তীর্ন জলরাশির বুকে বিশাল নীল আকাশের প্রতিচ্ছবি।

    কখনও আবার সেখানে শুরু হয় উত্তাল আফালের তান্ডব,

    তবুও এখানে আছে জীবন, আর জীবিকার অবাধ বিচরণ।

    হাওরের বুকে অনিশ্চিত গন্তব্যে বেচেঁ থাকে সবুজ সোনালী শস্য

     আছে রুপালী মাছদের নিয়ে জেলেদের জীবনের স্বপ্ন।

    হাওরে  বিরামহীন বরষনে সুর উঠে হাসনরাজা,শাহ আব্দুল করিম

    দুরবীন শাহ,রাধা রমনের গানে মুখরিত হাওরের জনপদ।

    যুগ যুগ ধরে হাওরবাসী জীবনের স্বপ্ন আকেঁ সোনালী শস্যে

     অকুল জলরাশির স্বপ্নীল ঢেউয়ে ভর করে।