হবিগঞ্জে ২৮ কোটি টাকা মূল্যের কষ্টি পাথরসহ আটক-১

0
439
হবিগঞ্জে ২৮ কোটি টাকা মূল্যের কষ্টি পাথরসহ আটক-১
২৮ কোটি টাকা মূল্যের কষ্টি পাথরসহ আটক-১

পঙ্কজ ভট্টাচার্যঃ  হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করে ১৩/০৩/২০২২ইং তারিখ রাত্র ২২:৩৫ ঘটিকার সময় উত্তর সুরমা তেলাইন্যা পাড়া সাকিনের অরুন সরকার (৫৫) পিতা-মৃত অনুকুল সরকার, মাতা-সুরবালা সরকার, সাং-উত্তর সুরমা (তেলাইন্যা পাড়া), ৬নং শাহজাহানপুর ইউ/পি, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ এর বসতঘর হতে একটি কষ্টি পাথরের মুর্তি উদ্ধার করে।

আটক অরুন সরকারের দেখানো মতে তার পূর্ব ভিটের মাটির ওয়ালযুক্ত চারচালা টিনের ঘরের উত্তর পাশের গোয়াল ঘরে ১টি সাদা রংয়ের প্লাষ্টিকের বস্তার ভিতরে কথিত কালো রংয়ের কষ্টিপাথরের ৩টি অংশের শিবলিঙ্গ (ক) ১টি কালো রংয়ের কষ্টি পাথরের শিবলিঙ্গ, যাহা লম্বা অনুমান ২১ইঞ্চি, যাহার উপরের মোটা অংশ, লম্বা ৭.৫ইঞ্চি, ব্যাস ১৭ইঞ্চি, নিচের চিকন অংশ লম্বা ১৩.৫ ইঞ্চি, ব্যাস ১০ ইঞ্চি, যাহার ওজন ০১ কেজি ৬০০ গ্রাম (খ) ১টি কালো রংয়ের কষ্টি পাথরের শিবলিঙ্গের নিচের গোলাকার অংশ, যাহার ব্যাস ২৬ ইঞ্চি,যাহার ওজন ০৪ কেজি (গ) ১টি কালো রংয়ের কষ্টি পাথরের গোলাকার ও একপাশ লম্বা শিব লিঙ্গের নিচের অংশ, যাহার ব্যাস ৪২ইঞ্চি, ওজন ১১ কেজি ৩০০গ্রাম, সর্বমোট ওজন ২৭ কেজি ৯০০ গ্রাম, যাহার মূল্য অনুমান ২৮,০০০,০০০০/-(আটাশ কোটি) টাকা আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।