হবিগঞ্জে বিলুপ্ত প্রায় একটি তক্ষক উদ্ধার করেছে র‍্যাবঃপরে অবমুক্ত   

0
902
হবিগঞ্জে বিলুপ্ত প্রায় একটি তক্ষক উদ্ধার করেছে র‍্যাবঃপরে অবমুক্ত   
হবিগঞ্জে বিলুপ্ত প্রায় একটি তক্ষক উদ্ধার করেছে র‍্যাবঃপরে অবমুক্ত   

নূরুজ্জামান ফারুকী,বিশেষ প্রতিনিধিঃ রোববার (১২ জুন ২০২২) সকাল সাড়ে ১০ টার দিকে র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার পূর্ব বড়চর প্রাইমারী স্কুলের পাশের বাগান থেকে অভিযান চালিয়ে তক্ষকটি উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন শায়েস্তাগঞ্জে ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি আব্দুল্লাহ আল নোমান।

তিনি জানান, উদ্ধার হওয়া তক্ষকটি বিলুপ্ত প্রায় বন্য প্রানির একটি। পাচারচক্র বিলুপ্ত প্রায় ওই তক্ষকটি সীমান্ত দিয়ে পাচারের জন্য অপেক্ষা করছিল। সেজন্য তারা এটিকে সংরক্ষণ করে রেখেছিল। তবে র‌্যাবের অভিযানে তক্ষকটি উদ্ধারের পর বিকেলে সেটিকে হবিগঞ্জ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

পরে র‌্যাব ও বন বিভাগের কর্মীদের উপস্থিতিতে তক্ষকটি সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়।