হবিগঞ্জের ২০ ইউপির ১১টিতেই নৌকার জয়

0
427
হবিগঞ্জের ২০ ইউপির ১১টিতেই নৌকার জয়

নূরুজ্জামান ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ   দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া উৎসবমুখর পরিবেশ এবং শান্তিপূর্ণভাবে হবিগঞ্জের লাখাই ও বানিয়াচং উপজেলার ২০ ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।রাতে ভোট গণনা শেষে সংশ্লিষ্ট রির্টানিং কর্মকর্তারা বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেছেন।

প্রাপ্ত ফল অনুযায়ী, দুই উপজেলার ২০ ইউনিয়নের ১১টিতে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ও ৭টিতে স্বতন্ত্র প্রার্থী।

এর মধ্যে লাখাইয়ের ৬টির মধ্যে ২ ইউনিয়নে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী আর ৪টিতে স্বতন্ত্র প্রার্থী। এর মধ্যে ২টিতে আওয়ামী লীগের বিদ্রোহী ও ২টিতে স্বতন্ত্র প্রার্থী।

এ ছাড়া বানিয়াচংয়ের ১৪টি ইউনিয়নের ৯টিতে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী ও ৫টিতে স্বতন্ত্র প্রার্থী। এরমধ্যে ৪টিতে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। আর একটিতে বিএনপি নেতা বিজয়ী হয়েছেন।

বানিয়াচংয়ের ১৪ ইউনিয়নে বিজয়ী হয়েছেন যারা

বানিয়াচং উপজেলার ১৪টি ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন- ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নে মো. মিজানুর রহমান চৌধুরী, ২ নম্বর উত্তর-পশ্চিম ইউনিয়নে মো. হায়দারুজ্জামান খান (ধন মিয়া), ৩ নম্বর দক্ষিণ-পূর্ব ইউনিয়নে মো. আরফান উদ্দিন, ৭ নম্বর বড়ইউড়ি ইউনিয়নে ফরিদ আহমেদ, ৯ নম্বর পুকড়া ইউনিয়নে হাফেজ শামরুল ইসলাম, ১০ নম্বর সুবিদপুর ইউনিয়নে ইঞ্জিনিয়ার জয় কুমার দাস, ১১ নম্বর মক্রমপুর ইউনিয়নে মো. আব্দুল আহাদ, ১৩ নম্বর মন্দরী ইউনিয়নে শেখ শামছুল হক চৌধুরী, ১৪ নম্বর মুরাদপুর ইউনিয়নে মিজানুর রহমান মিজান।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন- ৫ নম্বর দৌলতপুর মঞ্জু কুমার দাস, ৬ নম্বর কাগাপাশা ইউনিয়নে এরশাদ আলী, ৮ নম্বর খাগাউড়া ইউনিয়নে শাহ মাসউদ কুরাইশী মাক্কী, ১২ নম্বর সুজাতপুর ইউনিয়নে সাদিকুর রহমান।

এছাড়া ১৫ নম্বর পৈলারকান্দি ইউনিয়নে বিএনপি নেতা নাসির উদ্দিন নির্বাচিত হয়েছেন।

লাখাইয়ের ৬টি ইউনিয়নে নির্বাচিত হয়েছেন যারা

লাখাই ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আরিফ আহমেদ রুপন (ঘাড়া), মোড়াকরি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবুল কাশেম মোল্লা (মোটর সাইকেল), বামৈ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আজাদ হোসেন ফুরুক (ঘোড়া), বুল্লা ইউনিয়নে খোকন চন্দ্র গোপ (নৌকা), করাব ইউনিয়নে মো. আব্দুল কুদ্দুছ (নৌকা) ও মুড়াউক ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নোমান। এর মধ্যে বুল্লা ইউনিয়নে ইভিএম মেশিনে ভোট গ্রাহণ অনুষ্ঠিত হয়েছে।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোট। নির্বাচনের আগে প্রার্থীদের অভিযোগ ও বেশ কয়েকটি সংঘাতের কারণে রোববারের ভোটগ্রহণকে ঘিরে নানা শঙ্কা ছিল ভোটারদের মধ্যে। এত শঙ্কার ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় খুশি ভোটাররা।