হবিগঞ্জের মাধবপুরে ১১টি ইউনিয়নের ভোটযুদ্ধ আজ

0
441
হবিগঞ্জের মাধবপুরে ১১টি ইউনিয়নের ভোটযুদ্ধ আজ

নূরুজ্জামান ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ পঞ্চম ধাপে হবিগঞ্জের মাধবপুরে ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহন আজ বুধবার (৫ জানুয়ারি)। ভোটকে কেন্দ্র করে ইতোমধ্যে মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুর থেকে নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে কঠোর নিরাপত্তায়। বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতীহিন ভাবে ভোট গ্রহন চলবে।

সোমবার (২ জানুয়ারি) মধ্যরাত থেকেই বন্ধ হয়ে গেছে সব ধরনের প্রচার-প্রচারাণা। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের লক্ষ্যে গড়ে তোলা হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা ।ইতিমধ্যেই উপজেলায় মোতায়েন করা হয়েছে কয়েক প্লাটুন বিজিবি। আনসার (মহিলা ও পুরুষ) সদস্য এবং পুলিশ ও আনসার ব্যাটালিয়নের মোবাইল-স্ট্রাইকিং ফোর্স।

পাশাপাশি মোতায়েন থাকবে র‌্যাব, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন অফিসার আজাহারুল ইসলাম।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার ১১ টি ইউনিয়নে ৫৬ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা এবং ৯৯ টি সাধারণ ওয়ার্ডে ৪৩৫ ও ৩৩ টি সংরক্ষিত ওয়ার্ডে ১৪৩ প্রার্থী সদস্য পদে প্রতিদ্বন্দীতা করছেন। উপজেলার ৫৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ( অতি গুরুত্বপূর্ণ ) হিসেবে চিহ্নিত করা হয়েছে ।