হবিগঞ্জ:প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা না থাকাই এ জলাবদ্ধতা

    0
    203

     অভিরাম বৃষ্টিতে প্রধান সড়কসহ অধিকাংশ রাস্তা-ঘাটে পানি

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৯মার্চ,হবিগঞ্জ প্রতিনিধি: অবিরাম বৃষ্টিপাতে হবিগঞ্জ শহরের প্রধান সড়কসহ পৌর এলাকা পানির নিচে তলিয়ে গেছে। ফলে পানিবন্দি হয়ে পড়েছেন বেশ কয়েকটি এলাকার মানুষ।

    একদিনের টানা এ বর্ষনে বিভিন্ন এলাকার রাস্তায় পানি জমে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করছে।পানিবন্দি হয়ে পড়েছেন শহরের শায়েস্তানগর পানি উন্নয়ন বোর্ড, সার্কিট হাউজ, এসপির বাসভবন, জেলা প্রশাসকের বাসভবন, সদর থানা, উত্তর শ্যামলী, দক্ষিণ শ্যামলী, সিনেমা হল এলাকা, অনন্তপুর, ইনাতাবাদ, রাজনগর,মোহনপুর, মুসলিম কোয়ার্টার, কলেজ কোয়ার্টার, স্টাফ কোয়ার্টারসহ পৌর এলাকার দুই- তৃতীয়াংশ এলাকার লোকজন। ফলে শহরের প্রতিটি আবাসিক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
    এ ছাড়াও শহরের ঘাটিয়া বাজার, চৌধুরী বাজার, বগলা বাজার, নারিকেল হাটার রাস্তাগুলো খানা-খন্দকে
    পরিণত হয়েছে। দুঃসহ কষ্টের ভিতর দিয়ে চলাচল করতে হচ্ছে জনসাধারণকে।দীর্ঘদিন ধরেই শহরের চৌধুরী বাজার,কালীবাড়ি ক্রস রোড, শ্যামলী, মুসলিম কোয়ার্টার, নিউ মুসলিম কোয়ার্টার, সিনেমাহলএএলাকা, পুরান মুন্সেফী, শায়েস্তানগর, সার্কিট হাউজ রোড, ইনাতাবাদ আ/এ, বগলা বাজার,খোয়াই মুখ, নোয়াবাদ, সিনেমা হল রোড,ঘোষপাড়া, পুরাতন বাসষ্ট্যান্ড এলাকার হকার্স মার্কেট, মাছুলিয়া, অনন্তপুর, মাহমুদাবাদ, শ্মশানঘাট রোড, রাজনগর, মোহনপুর, জঙ্গল বহুলাসহএশহরের প্রধান রাস্তাঘাটগুলো চলাচলের অনুপযোগী ছিল।
    সোমবার ভারী বর্ষণে খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বলা যায়, পুরো শহরই হয়ে পড়েছে জলমগ্ন। শহরের বিভিন্ন রাস্তায় এখনো থৈ থৈ করছে বৃষ্টির পানি। প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় গাড়িতো দুরের কথা এসব রাস্তা দিয়ে পায়ে হেটে চলাচল করাই মুশকিল হয়ে পড়েছে।