সড়ক আইন-২০১৮ এর কতিপয় ধারা সংশোধনের দাবি

    0
    275

    নড়াইল প্রতিনিধি: নতুন সড়ক আইন-২০১৮ এর কতিপয় ধারা সংশোধনের দাবিতে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আয়োজনে নড়াইল প্রেসক্লাবের সামনে নড়াইল- যশোর সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
    মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নড়াইল জেলা বাস মিনিবাস পরিবহন মালিক সমিতির সভাপতি মোঃ আলমগীর হোসেন,সাধারন সম্পাদক কাজী জহিরুল হক, খুলনা বিভাগী শ্রমিক ফেডারেশনের কার্যকরি সভাপতি ও নড়াইল জেলা বাস- মিনিবাস, মাইক্রোবাস শ্রমিক সমিতির সাধারন সম্পাদক মোঃ সাদেক আহম্মেদ খান, নড়াইল জেলা বাস মিনিবাস পরিবহন মালিক সমিতির কোষাধ্যক্ষ বিপ্লব বিশ^াস বিলো, নড়াইল জেলা বাস- মিনিবাস, মাইক্রোবাস শ্রমিক সমিতির কামরুল বিশ্বাস কোষাধ্যক্ষসহ অনেকে।
    এসময় বক্তরা বলেন, প্রতিটি সড়ক দূর্ঘটনায় মামলা ৩০৪/খ ধারা রুজু করা,সকল মটরযান ও চালকদের উপর অধিক অর্থদন্ড, জেলা জরিমানার নতুন আইন সংশোধন, সড়ক দুর্ঘটনায় দোসী সাব্যস্ত হলে ৫ বছর সাজা কমানো,মামলা জামিনযোগ্য আওতায় আনা,১ থেকে৫ লক্ষ টাকা অর্থ জরিমানা বাতিল করাসহ মোট ১১ দথা দাবি বাস্তবায়নের দাবি জানান। দাবি মানা না হলে তাদের পক্ষে গাড়ি চালানো সম্ভব হবে না।
    মানববন্ধনে নড়াইল জেলা বাস মিনিবাস পরিবহন মালিক সমিতি, বাস –মিনিবাস- মাইক্রেবাস শ্রমিক সমিতি, রেন্ট-এ-কার মালিক সমিতির কর্মকর্তা-শ্রমিকগন এ সময় উপস্থিত ছিলেন।