সৌদি আরবের নারীদের গাড়ি চালানোর পক্ষে প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল

    0
    406

    সৌদি আরবের নারীদের গাড়ি চালানোর আন্দোলনকে সমর্থন দিয়েছেন বাদশাহ আবদুল্লাহর ভাতিজা ধনকুবের প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল। তাঁর মতে, দেশটির অর্থনৈতিক উন্নয়নের বিষয়টি এর সঙ্গে সংশ্লিষ্ট।  
    আরব বিশ্বে ২০১১-এর জাগরণের পর দেশটিতে নারীদের গাড়ি চালাতে দেওয়ার পক্ষে আন্দোলন শুরু করেন কয়েকজন নারী। তাঁরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার ও ইউটিউবে এর পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এঁদের মধ্যে কয়েকজন শাস্তিও পান। এখন প্রিন্স আল ওয়ালিদ বিন তালালও এই আন্দোলনে তাঁদের পক্ষ নিলেন।
    সৌদি আরবের নারীরা অধিকাংশ ক্ষেত্রে বিদেশি চালকদের ওপর নির্ভর করেন।
    সৌদি প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল গত রোববার একটি টুইটার বার্তায় জানিয়েছেন, সৌদি নারীদের গাড়ি চালাতে দেওয়া হলে পাঁচ লাখ বিদেশি চালক প্রয়োজন হবে না। রয়টার্স।