সৌদিতে ভাইরাসে আক্রান্ত বাংলাদেশি চিকিৎসকের মৃত্যু

    0
    280

    আমারসিলেট24ডটকম,১জানুয়ারীঃ গত বুধবার রিয়াদের প্রিন্স সালমান হাসপাতালে হুমায়ুন কবির নামক এক বাংলাদেশি চিকিৎসক মারা গেছেন।জানা যায়, এই বাংলাদেশি চিকিৎসক মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রম ভাইরাসে আক্রান্ত ছিলেন।
    বিশ্বস্বাস্থ্য সংস্থার তথ্যমতে ২০১২ সালে সৌদি আরবেই এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৫৭ জন মারা গেছেন।সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের আশঙ্কা নতুন এই ভাইরাস পূর্বের এস এ আর এস ভাইরাসের মতো মহামারী আকারে ছড়িয়ে পড়তে পারে। এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সর্দি কাশি ও শ্বাসকষ্ট দেখা দেয়। পরবর্তীতে এটি কিডনিতে আক্রমণ করে তা অকেজো করে দিয়ে প্রাণহাণি ঘটায়। এটি একটি ছোঁয়াছে ভাইরাস। এই ভাইরাস থেকে রক্ষা পেতে হলে পরিষ্কার পরিচ্ছন্নতাই একমাত্র উপায় বলে জানা যায়।
    উল্লেখ্য, বাংলাদেশি এই চিকিৎসক লন্ডন থেকে এমআরসিএস ডিগ্রি নিয়ে সৌদি আরবের একটি হাসপাতালে সার্জিক্যাল বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন।তবে তার পূর্ণ ঠিকানা জানা যায়নি।সুত্রঃইন্টারনেট