সুনামগঞ্জে সাম্প্রতিক বন্যা নিয়ে আলোচনা সভা

    0
    217
    সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা প্রশাসক, সুনামগঞ্জ এর রুটিন দায়িত্বরত মোহাম্মদ শরীফুল ইসলাম এর সভাপতিত্বে।
    প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ্। এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার, উপ-পরিচালক, মোহাম্মদ এমরান হোসেন, সিভিল সার্জন ডা: আশুতোষ দাশ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ হারুন অর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, সুনামগঞ্জ এর নির্বাহী প্রকৌশলী পওর-১ মোঃ আবু বকর সিদ্দিক ভূইয়া, নির্বাহী প্রকৌশলী পওর-২ খুশি মোহন সরকার, বিশ্বম্ভরপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সমীর বিশ্বাস,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোঃ আবুল কাশেম, সুনামগঞ্জ সদর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার নুসরাত ফাতিমা, জেলা পর্যায়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, ভাইস চেয়ারম্যান অ্যাড. আবুল হোসেন, সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
    সভায় জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জানান, সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় ইতোমধ্যে ২৪৮ মে.টন জিআর চাল, ২ লক্ষ ৫০ হাজার টাকার জিআর ক্যাশ এবং ৩ হাজার ৭শত ৬৫ প্যাকেট শুকনা খাবার বিতরণ করা হয়েছে। বন্যায় এ জেলায় মোট ২ লক্ষ ৬০ হাজার হেক্টর আবাদী জমি তলিয়ে গেছে; ১ লক্ষ ৪ হাজার লোকজন ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় ১২৬৩ হেক্টর আউস এবং ১২৫ হেক্টর আমন বীজতলা ক্ষতিগ্রস্থ হয়েছে। তাছাড়া ২ কোটি ৬২ লক্ষ ৩৪ হাজার ২ শত টাকার মৎস্য সম্পদ ক্ষতিগ্রস্থ হয়েছে।
    বতর্মানে ৫০০ মে.টন জিআর চাল, ১০ লক্ষ ৫০ হাজার টাকার জিআর ক্যাশ এবং ৫ হাজার ২শত ৩৫ কাটুন/প্যাকেট শুকনা খাবার মজুদ রয়েছে। সভায় মাননীয় সংসদ সদস্য মহোদয় চলমান বন্যা পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় সংসদ সদস্য, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ, সাধারণ জনগন সকলকে একযোগে সুষ্টু সমন্বয়ের মাধ্যমে কাজ করার এবং ত্রাণ বিতরণ কার্যক্রমে সকলকে একযোগে কাজ করার পরামর্শ প্রদান করেন।