সিলেট বারের আইনজীবী কয়সর আহমদের মাতার ইন্তেকাল

    0
    347

    আমারসিলেট24ডটকম,০ডিসেম্বরঃ সিলেট শহরের আম্বরখানা চন্দনটুলা নিবাসী মরহুম মোঃ আব্দুল হানিফের সহধর্মিনী সিলেট জেলা বারের আইনজীবী কেমুসাস সদস্য লেখক কলামিস্ট এডভোকেট কয়ছর আহমদের মাতা মোছাঃ সিতারা  বানু গত ৫ই ডিসেম্বর বৃহস্পতিবার রাত ৯.৩০ মিনিটের সময় নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া- ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ৫ মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান। পরদিন বাদ জুম্মা মরহুমার জানাজার নামাজের শেষে হযরত শাহজালাল (রাঃ) গোরস্থানে দাফন করা হয়। মোছাঃ সিতারা বানুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বৃহত্তর আম্বরখানা পঞ্চায়েত কমিটির সভাপতি সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, সহ সভাপতি সাবেক পৌর কমিশনার আব্দুল গফ্ফার দিলীপ, সাংগঠনিক সম্পাদক মোঃ লোকমান আহমদ, সমাজসেবা সম্পাদক মোঃ মাহতাবুর রহমান, নির্বাহী সদস্য মোঃ রফিকুর রহমান, আব্দুর রহমান আব্বাস আলী জামে মসজিদের মতোয়াল্লী আলহাজ্ব আলা উদ্দিন আহমদ, সিলেট যুব উন্নয়ন পরিষদের উপদেষ্টা সাবেক পৌর কমিশনার আব্দুস সামাদ নজরুল, সিলেট যুব উন্নয়ন পরিষদের সভাপতি আফিকুর রহমান আফিক, সহ সভাপতি আব্দুল হামিদ ইকবাল, ওয়েভস সমাজ কল্যান সংস্থার সহ সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম জুয়েল, সাবেক নির্বাহী সদস্য ফুজায়েল আহমদ, আব্দুল মুমিন নাইম, ফাহিম আহমদ, হাবিব আহমদ মহসিন। পৃথক পৃথক বিবৃতিতে মোছাঃ সিতারা বানুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবার পরিজনের প্রতি হভীর সমবেদনা জানান। উল্লেখ্য যে, মরহুমা সিতারা বানুর ৪ ছেলে স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। বড় ছেলে এডভোকেট কয়সর আহমদ, ২য় ছেলে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত, ৩য় ছেলে ফয়সল আহমদ, বি এস সি অনার্স, এম এস সি (চঃবিঃ) ইংলেন্ড প্রবাসী, ৪র্থ ছেলে ডাঃ আফজল আহমদ, লন্ডন রয়েল হসপিটালে কর্মরত এমআরসি (জিপি)।