সিলেটে আতশবাজির আগুন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড

0
2085

নূরুজ্জামান ফারুকী বিশেেষ প্রতিনিধি: সিলেটের দক্ষিণ সুরমার কায়েস্থরাইলে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৪টি বসতঘর। সোমবার (২৯ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টার দিকে তারাবাতির (ফুলঝুরি) আগুন থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দক্ষিণ সুরমা থানাপুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সিলেট সিটি কর্পোরেশন এলাকার ২৫নং ওয়ার্ডের কায়েস্থরাইলের  আকিল শাহ মাজার সংলগ্ন মাহবুবুর রহমানের ভাড়া বাসার টিনের চালায় সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে কেউ একজন জ্বলন্ত তারাবাতি ছুড়ে মারেন। কিছুক্ষণ পর চালায় জমে থাকা গাছের শুকনো পাতায় আগুন লেগে ওই ঘরে দ্রুত ছড়িয়ে পড়ে। পরে চারটি কক্ষের সব আসবাবপত্র পুড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও দক্ষিণ সুরমা থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
দক্ষিণ সুরমা থানার সেকেন্ড অফিসার যতন চন্দ্র পাল বলেন, শবে বরাতের রাতে শিশু-কিশোর, এমনকি বড়দের মাঝেও তারাবাতি (ফুলঝুরি) জ্বালানোর প্রথা রয়েছে। এভাবেই সম্ভবত কোনো বাচ্চা তারাবাতি জ্বালিয়ে ওই ঘরের টিনের চালায় ছুড়ে মারে।  এ থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে জানাই ও একদল পুলিশ ঘটনাস্থলে পাঠাই।
তিনি আরো বলেন, শবে বরাতের রাতে কোনো ধরনের আতশবাজি বা তারাবাতি জ্বালানো আইনত দণ্ডনীয় অপরাধ।