সিলেটের এসপি মোহাম্মদ ফরিদ উদ্দিন ও অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান’র শোক প্রকাশ

0
945

নূর মোহাম্মদ সাগর, (মৌলভীবাজার) শ্রীমঙ্গল প্রতিনিধি: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন রাঙ্গামাটি এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব বৃহস্পতিবার রাতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন লাইফ সাপোর্টে অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

সম্প্রতি তিনি ভারতীয় ডেল্টা ভেরিয়েন্ট করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
আহসান হাবীব ৩৩ তম বিসিএস এ উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দেন। তাঁর বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে।
অত্যন্ত বিনয়ী, ভদ্র, সৎ এবং কর্মঠ এই অফিসারের মৃত্যুতে বাংলাদেশ পুলিশ বাহিনীসহ বিভিন্ন অঙ্গনে শোকের ছায়া নেমেছে।
সিলেট বিভাগীয় এসপি মোহাম্মদ ফরিদ উদ্দিন নিজের ফেসবুক টাইমলাইনে লিখেন –

“ওপারে ভালো থেকো প্রিয় আহসান হাবিব। মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। চৌদ্দগ্রামের মানুষ তোমাকে খুব মিস করবে।”

আহসান হাবীব এর একটি ছবি ও শোকাহত আরেকটি ছবি পোস্ট করেন।

শ্রীমঙ্গল-কমলগঞ্জ সবার প্রিয় আস্থাভাজন পুলিশ অফিসার সাবেক মৌলভীবাজারের শ্রীমঙ্গল সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার বর্তমান অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান আশিক তিনি তার ফেইসবুক টাইমলাইনে লিখেন-

“হে খোদা করোনা নামক প্রলয় থামাও।আমরা যে আর এ ভার সইতে পারছি না। আহসান ভাই (অতিরিক্ত পুলিশ সুপার), ব্যাচমেট এত সহজ সরল অমায়িক মানুষটা চলে গেল।”

আল্লাহ তুমি আহসান ভাইকে জান্নাতুল ফেরদাউস নসীব কর। একই স্ট্যাটাস তিনি আহসান হাবীবের ছবিও পোস্ট করেন।