সাম্প্রদায়িকতা ও ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে : মেনন

    0
    513
    যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে সাম্প্রদায়িকতা ও ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করছে।     …… ১৪ দলের সভায় মেনন

    যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে সাম্প্রদায়িকতা ও ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করছে। দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের বাসা-বাড়ি, ব্যবসা-প্রতিষ্ঠান ও মন্দির-গির্জায় হামলা চালিয়ে মানুষের মধ্যে আতংক সৃষ্টি করছে। এ অপপ্রচার ও অপশক্তিকে রুখতে ১৪ দলকে এলাকায় সাধারণ মানুষকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আজ সকালে ১৪ দলের এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান ওয়ার্কার্স পার্টির সভাপতি জননেতা কমরেড রাশেদ খান মেনন এমপি।
    ঢাকা মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আওলাদ হোসেন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য কামরূল আহসান, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী, আওয়ামীলীগ নেতা ডা. দীলিপ রায়, ওয়ার্কার্স পার্টির নগরীর ভারপ্রাপ্ত সম্পাদক কিশোর রায়, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের নেতা মোঃ আসাদুজ্জামান জাকির, মহিউদ্দিন, গণতন্ত্রীপার্টির নেতা মনজুরুল কবির, খন্দকার মিল্লাতসহ ঢাকা মহানগর, মতিঝিল, মতিঝিল, পল্টন, শাহাজাহানপুর, রমনা, শাহবাগ থানার বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সম্পাদকবৃন্দ। সভা পরিচালনা করেন মতিঝিল থানা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু। এছাড়া উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা কামাল চৌধুরী, শেখ সেকেন্দার আলী, আবুল কালাম আজাদ, ওয়ার্কার্স পার্টির মিডিয়া সম্পাদক রফিকুল ইসলাম সুজন, জাসদ নেতা সৈয়দ সাদউল্লা রুমী, গণতন্ত্রী পার্টি মহানগর আহ্বায়ক কমল ঘোষ প্রমুখ।
    সভায় মেনন বলেন, আজ বিএনপি জামাত ধর্মকে ব্যবহার করে স্বতস্ফুর্তভাবে গড়ে ওঠা শাহাবাগ গণজাগরণ মঞ্চকে বিতর্কিত করার মিথ্যা অপচেষ্টা চালাচ্ছে। সাধারণ ধর্মপ্রাণ মুসলমানকে বিভ্রান্ত করে তাদের উষ্কে দিচ্ছে। এ অপপ্রচারের বিরুদ্ধের সর্বত্র সঠিক বিষয়টি তুলে ধরে আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করতে হবে। তিনি পাড়া মহল্লায় প্রতিরোধ ব্রিগেড গড়ে তোলার আহ্বান জানান। 

    ১৪ দলের সভায় মেনন
    ১৪ দলের সভায় মেনন