সাভারে ধসে পড়া বহুতল ভবনে সর্বাত্মক উদ্ধার তৎপরতা চালাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

    0
    476

     ঢাকা, ২৪ এপ্রিল : সাভারে ধসে পড়া বহুতল ভবনে সর্বাত্মক উদ্ধার অভিযান চালাতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

     সাভারে ধসে পড়া বহুতল ভবনে সর্বাত্মক উদ্ধার তৎপরতা চালাতে প্রধানমন্ত্রীর নির্দেশ
    সাভারে ধসে পড়া বহুতল ভবনে সর্বাত্মক উদ্ধার তৎপরতা চালাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

    প্রেসসচিব আবুল কালাম আজাদ সংবাদ মাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা থেকে সেনাবাহিনীর চারটি দল উদ্ধার অভিযানে যোগ দিয়েছে। এর মধ্যে মেডিকেল টিমও রয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী ভবন ধসে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং স্থানীয় প্রশাসনকে সর্বাত্মক উদ্ধার তৎপরতা চালানোর নির্দেশ দিয়েছেন।
    সাভার মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, গতকাল মঙ্গলবার সকালে ফাটল দেখা দেয়ার পরপরই ওই ভবনে থাকা  চারটি গার্মেন্ট কারখানা ও ব্যাংক বন্ধ করে দেয়া হয়েছিল। তবে আজ বুধবার সকালে শ্রমিকরা আবারো কারখানায় গিয়ে কাজ শুরু করেন বলে তারা জানতে পেরেছেন।
    আজ বুধবার সকাল আটটার দিকে গতকাল ফাটল ধরা ‘রানা প্লাজা’ নামের নয় তলা ভবনটি ধসে পড়ে।
    স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক ও স্থানীয় সাংসদ তৌহিদ জং মুরাদ ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন।
    সাভারে অবস্থিত সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসি এই উদ্ধার তৎপরতা তদারকি করছেন।