সাব-রেজিষ্ট্রারের অপসারণ দাবীতে জুড়ীতে দলিল লেখকদের কলম বিরতি

    0
    224

    আমারসিলেট24ডটকম,১২ডিসেম্বর,সুমনমৌলভীবাজারের জুড়ী উপজেলার সাবরেজিষ্ট্রার আনোয়ার হোসেন মিয়ার অপসারণ দাবীতে জুড়ীর দলিল লেখকদের কলম বিরতি শুরু হয়েছে। এ ব্যাপারে গত (১০ ডিসেম্বর) মঙ্গলবার জুড়ী উপজেলার দলিল লেখক সমিতি সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক সামছুল ইসলামসহ ২২ জন দলিল লেখকের স্বাক্ষর সম্বলিত একটি আবেদন মৌলভীবাজার জেলা রেজিষ্ট্রার, জুড়ী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার বরাবরে প্রেরণ করেছেন। দলিল লেখকদের আবেদনের প্রেক্ষিতে জানা গেছে, তারা নবসৃষ্ট জুড়ী সাব রেজিষ্ট্রি অফিসে রফিক উদ্দিন সাবরেজিষ্ট্রারের অধিনে গত ৬ জুন থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত দলিল লেখার কাজ চালিয়ে আসছেন।

    কিন্তু গত ১০ ডিসেম্বর অত্রাফিসে কুলাউড়ার সাব রেজিষ্ট্রার আনোয়ার হোসেন মিয়া খন্ডকালীন নিয়োগপ্রাপ্ত হয়ে যোগদান করেন। তাঁর যোগদানে উপজেলার দলিল লেখকদের বাধ সাদে। দলিল লেখকরা তার বিরুদ্ধে অভিযোগ করে বলেন, অধিকাংশ দলিল লেখক তাঁর অধীনে কুলাউড়া রেজিষ্ট্রী অফিসে ইতোপূর্বে কাজ করেছেন। ওই সময় তাদের কাগজপত্রাদি সঠিক থাকা সত্ত্বেয় অহেতুকভাবে ত্র“টি বিচ্যুতি দেখিয়ে হয়রানী করতেন তিনি। পরে মোটা অংকের উৎকোচের বিনিময়ে দলিল রেজিষ্ট্রী করে দিতেন। তাঁর অতীতের অপকর্মের কথা মনে করে ওই সাবরেজিষ্ট্রারের অপসারণ না হওয়া পর্যন্ত দলিল লেখকরা দলিল লেখা বন্ধ করে কলম বিরতি পালন করার অঙ্গিকার ব্যক্ত করেন। এ ব্যাপারে জুড়ী সাবরেজিষ্ট্রার আনোয়ার হোসেন মিয়া তাঁর উপর আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, আমি জুড়ীতে যোগদানের পর দলিল লেখকরা অদ্যাবধি কাগজপত্রাদি নিয়ে আসেনি।