সাইবার ক্রাইম ৭-১৪ বছরের দণ্ডঃবেনজীর

    0
    134

    আমারসিলেট24ডটকম,২৪জানুয়ারীঃ ঢাকা মহানগর পুলিশ কমিশনার(ডিএমপি) বেনজীর আহমেদ বলেছেন, সাইবার অপরাধীদের কোনো ছাড় দেয়া হবে না। তথ্যপ্রযুক্তি আইনে পরোয়ানা ছাড়াই অপরাধীকে গ্রেফতার এবং ৭ থেকে ১৪ বছরের দণ্ড হতে পারে। বর্তমানে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় সাড়ে ৩ কোটি। বিভিন্ন সময় অপরিচিত নম্বরে বিদেশ থেকে পুলিশ সদস্যদের হুমকি দেয়া হচ্ছে। ফেসবুকে নারীদের হয়রানি করা হচ্ছে। তথ্যপ্রযুক্তি আইনে পরোয়ানা ছাড়াই অপরাধীকে গ্রেফতার এবং তার ৭ থেকে ১৪ বছরের দণ্ড হতে পারে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে পুলিশ সদস্যদের সাইবার ক্রাইম প্রতিরোধ বিষয়ক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ এসব কথা বলেন। এ কর্মশালায় সহায়তা করছে বেসরকারি প্রতিষ্ঠান ইনসাইট বাংলাদেশ ফাউন্ডেশন।

    কমিশনার আরো বলেন, দিন দিন দেশে সাইবার অপরাধীদের তৎপরতা বাড়ছে। এটি প্রতিরোধে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সরঞ্জামের প্রয়োজন। ঢাকা মহানগর পুলিশ এসব কার্যক্রম বাড়াচ্ছে।এ প্রসঙ্গে ইনসাইট বাংলাদেশ ফাউন্ডেশনের পরিচালক (অপারেশন) তানভির হাসান জোহা জানান, আইনি সহায়তা এবং প্রযুক্তি ব্যবহার করে সাইবার অপরাধীদের প্রাথমিকভাবে শনাক্ত করতে তাদের প্রতিষ্ঠান পুলিশ সদস্যদের কর্মশালায় সহায়তা করছে। এতে তাত্ত্বিক ও ব্যবহারিক বিষয়গুলো পুলিশ সদস্যদের সাইবার ক্রাইম তদন্তে সহায়ক হবে।