সম্মিলিত প্রচেষ্টায় স্বপ্নের বাংলাদেশ গড়তে হবেঃজেলা প্রশাসক

    1
    281

    আমারসিলেট24ডটকম,২২ডিসেম্বরঃ সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (উপ-সচিব) মোঃ এনামুল হাবিব বলেছেন, এদেশের আর্থ সামাজিক উন্নয়নে নারী সমাজের ভূমিকা অনস্বীকার্য। বহির্বিশ্বের তুলনায় এদেশের নারীরা অনেক দূর এগিয়েছে। নারী সমাজের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। তাহলেই এদেশ উন্নয়নের পাশাপাশি সকল ক্ষেত্রে আরো এগিয়ে যাবে। নারীদের অগ্রগতি ও উন্নয়ন ব্যতিরেকে এদেশের উন্নয়ন সম্ভব নয়। তিনি আরো বলেন, নারী-পুরুষদের সম্মিলিত প্রচেষ্টায় স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে হবে। তিনি গতকাল রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে সিলেটের জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা নারী উন্নয়ন ফোরামের দ্বিমাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

    সিলেট জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান ফাতেমার সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহানারা বেগমের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সিলেটের স্থানীয় সরকার বিভাগের নবাগত উপ-পরিচালক (উপ-সচিব) মোঃ সাইফুল ইসলাম ও সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাহমিনা আক্তার রেইনা। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর আবু হানিফ তালুকদার, ফোরামের সহ-সভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলার ভাইস চেয়ারম্যান লায়লা আকলাছ, ফোরামের কোষাধ্যক্ষ ও বিশ্বনাথ উপজেলার অস্থায়ী চেয়ারম্যান সুভা আক্তার আঙ্গুরা, ফোরামের সদস্য নেহার বেগম, জোৎস্না খানম, ফাতেমা আক্তার পারুল, হাসনা বেগম, রুবি রানী চন্দ্র ও মনোয়ারা বেগম। সভা শেষে জেলা নারী উন্নয়ন ফোরামের পক্ষ থেকে সিলেটের স্থানীয় সরকার বিভাগের নবাগত উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলামকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।