সংক্রমণ এলাকা চাঁপাইনবাবগঞ্জের শতাধিক নাগরিক শ্রীমঙ্গলসহ সিলেটে!

0
1008
সংক্রমণ এলাকা চাঁপাইনবাবগঞ্জের শতাধিক নাগরিক শ্রীমঙ্গলসহ সিলেটে!
সংক্রমণ এলাকা চাঁপাইনবাবগঞ্জের শতাধিক নাগরিক শ্রীমঙ্গলসহ সিলেটে!

নুর মোহাম্মদ সাগর,শ্রীমঙ্গল প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমণ হার বর্তমানে ৫৫ শতাংশের অধিক থাকায় এক সপ্তাহের লকডাউন ঘোষণা প্রদান করেছে সেখানকার জেলা প্রশাসন। পরিস্থিতির আগাম সংবাদে শতাধিক নাগরিক শ্রীমঙ্গলসহ সিলেটের বিভিন্ন জেলা উপজেলায় আম পরিবহন যানবাহন ও অন্যান্য মাধ্যমে প্রবেশ করেছে বলে স্থানীয় ভাবে সংবাদ পাওয়া গেছে।

টিভিসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে সেখানকার সংবাদ প্রকাশের পর প্রতিবেশীরা আতঙ্কিত হয়ে পড়েছে।করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে চাঁপাইনবাবগঞ্জের হার বেড়ে যাওয়ায় এক শ্রেণীর কাঁচামাল ব্যবসায়ী দ্রুত নানা পন্থায় বেড়িয়ে আসছে এলাকা ছেড়ে। এর মধ্যে ২৪ মে রোজ সোমবারে ৩০ জনের মত চাপাই নাগরিক শ্রীমঙ্গলে প্রবেশ করে শহরের শাহিবাগ,শান্তিবাগ,সিন্দুরখান রোডসহ বিভিন্ন আবাসিক এলাকায় ভাড়াটিয়া বাসায় উঠেছে বলে নুরুল আলম নামের একজনসহ কয়েকটি সুত্রে জানা গেছে।একই সাথে সিলেটের বিভিন্ন জেলা উপজেলায়ও অনেকেই ছড়িয়ে পড়েছে।

প্রশাসনের প্রতি সচেতন মহলের দাবি,আগন্তকদের সব কিছু বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া অতি জরুরী।বলা যায়না ভারতীয় ভেরিয়েঅ্যান্ট বহন কারী কেহ এলাকায় প্রবেশ করলে ঝুঁকি বেড়ে যেতে পারে কেননা সর্বশেষ সংবাদে সীমান্ত বর্তি এলাকা চাপাইনবাবগঞ্জে শতকরা ৫৫% করোনা সংক্রমণ বেড়েছে।

এদিকে সোমবার (২৪ মে) দুপুর পৌনে ১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ চাঁপাইনবাবগঞ্জ জেলায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ১১ দফা নির্দেশনা দিয়ে চাঁপাইনবাবগঞ্জে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেন।

এ সময় জেলা প্রশাসক বলেন, ‘সম্প্রতি সময়ে চাঁপাইনবাবগঞ্জ জেলায় করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। গত এক সপ্তাহের পর্যবেক্ষণে দেখা যায়, জেলায় করোনা সংক্রমণের হার শতকরা ৫০ ভাগের অধিক। এছাড়া সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে আগত বাংলাদেশিদের যথাযথ কোয়ারেন্টাইন নিশ্চিত করা না হলেও ভারতীয় ধরন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘পরিস্থিতির চরম অবনতি হওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনাক্রমে জনগণকে সুরক্ষিত ও নিরাপদ রাখতে জেলা করোনা প্রতিরোধ কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শে এ লকডাউন ঘোষণা করা হলো। এ সময় সব ধরনের যানসহ দোকানপাট ও হাট বন্ধ থাকবে।’

শ্রীমঙ্গল শহরের শান্তিবাগসহ আশ পাশের আবাসিক এলাকায় চাপাই জেলার নাগরিকদের গোপনে আসার ব্যাপারে শান্তিবাগ আবাসিক এলাকার বাসিন্দা ৭ নং ওয়ার্ড কাউন্সিলর প্যানেল মেয়র-২ মীর এম এ সালামের সাথে মধ্য রাতে আমার সিলেট প্রতিনিধির কথা হলে তিনি বলেন,”একটি সংবাদ পেয়েছি এবং আগতদের নিজ উদ্যোগে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়ার কথা বলেছি।যদি তারা স্বাস্থ্যবিধি আইন না মানে তাহলে আমাদের এলাকার মানুষের স্বার্থে খোঁজ নিয়ে প্রয়োজনে প্রশাসনকে জানানো হবে।“