শ্রীলঙ্কার বিপক্ষে ড্র করলো বাংলাদেশঃমুমিনুলের সেঞ্চুরি

    0
    241

    আমারসিলেট24ডটকম,০৮ফেব্রুয়ারীঃ চট্টগ্রাম মাঠের টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ড্র করলো বাংলাদেশ। বাংলার টাইগার মুমিনুল হক সেঞ্চুরি করেছেন । ফলে ১-০ ব্যবধানেই টেস্ট সিরিজ জিতে নিয়েছে সফরকারী শ্রীলঙ্কানরা।

     আজ শনিবার চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিনের চা বিরতিতে যাওয়ার আগে মুমিনুল হকের চমৎকার অর্ধশতকে তিন উইকেটে ২০৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। মুমিনুল ৭১ রানে এবং সাকিব আল হাসান ১৩ রানে অপরাজিত ছিলেন।

    দিনের শুরুতে ম্যাচ বাঁচানোর কঠিন লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে লড়াইয়ের আভাস দেয় টাইগার দুই ওপেনার। দিনের প্রথম ঘণ্টাটা কোন প্রকার বিপদ না ঘটিয়েই কাটিয়ে দেয় তারা। তবে ৩০তম ওভারে এসে ধৈর্য হারান তামিম। কিথুরুয়ান ভিথানাগের বলে উড়িয়ে মারতে গিয়ে বোল্ড হন তিনি। থামেন ৩১ রান করে।

    এরপর হাফসেঞ্চুরির আশা জাগিয়েও পাঁচ রানের আক্ষেপ নিয়ে ফেরেন শামসুর। দিলরুয়ান পেরেরার বলে ৪৫ রান করে বোল্ড হন টাইগার এই ওপেনার। ওয়ান ডাউনে নামা আগের ইনিংসের সেঞ্চুরিয়ান ইমরুল কায়েস ২৫ রানে পেরেরার বলে সাজঘরে ফেরেন।

    এর আগে টেস্টের চতুর্থ দিনের (শুক্রবারের) আট ওভারে বিনা উইকেটে সংগ্রহ করা ১২ রান নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ।

    সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা: ৫৮৭ (সাঙ্গাকারা ৩১৯*, জয়াবর্ধনে ৭২, মেন্ডিস ৪৭; সাকিব ৫/১৪৮, নাসির ২/১৬) ও ৩০৫/৪ ডিক্লে. (করুনারত্নে ১৫, সিলভা ২৯, সাঙ্গাকারা ১০৫, জয়াবর্ধনে ১১, চান্দিমাল ১০০*, ম্যাথিউস ৪৩*; মাহমুদুল্লাহ ২/৪৬, সাকিব ১/৮০, সোহাগ ১/৮৭)

    বাংলাদেশ: ৪২৬ (তামিম ০, শামসুর ১০৬, ইমরুল ১১৫, মুমিনুল ১৩, সাকিব ৫০, মুশফিক ২০, নাসির ৪২, মাহমুদুল্লাহ ৩০, সোহাগ ০, আল-আমিন ৯, রাজ্জাক ১১*; মেন্ডিস ৬/৯৯, পেরেরা ৩/১১৯, লাকমল ১/৭০) ও ২৭১/৩ (তামিম ৩১, শামসুর ৪৫, ইমরুল ২৫, মুমিনুল ১০০*, সাকিব ৪৩*; পেরেরা ২/৫৫, ভিথানাগে ১/৭৩)

    ম্যাচ ও সিরিজ সেরা: কুমার সাঙ্গাকারা।