শ্রীমঙ্গল হানাদার মুক্ত দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

0
183

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: ১৯৭১ সালের ৬ ডিসেম্বর এই দিনে পাকিস্তানি হানাদারদের বিতাড়িত করে শ্রীমঙ্গলের আকাশে স্বাধীনতার পতাকা উড়ান শ্রীমঙ্গলের বীর মুক্তিযুদ্ধারা।
মুক্ত দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) শ্রীমঙ্গল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে শ্রদ্ধাঞ্জলী, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা সংসদ এর উপজেলা শাখা সভাপতি আলী রাজিব মাহমুদ মিঠুন।
এসময় উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, বীর মুক্তিযোদ্ধা কুমুদ রঞ্জন দেব, বীর মুক্তিযোদ্ধা ছমরু মিয়া,উপজেলা সহকারী কমিশনার ভূমি সন্দ্বীপ তালুকদার, শ্রীমঙ্গল থানার অফিসার অপারেশন ফজলুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র, যুগ্ম সাধারণ সম্পাদক মো: এনাম হোসেন চৌধুরী মামুন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক তহিরুল ইসলাম মিলন, শ্রম বিষয়ক সম্পাদক কালিঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রানেশ গোয়ালা প্রমুখ। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

এছাড়াও দিবসটি উপলক্ষে উপজেলা শিল্পী কল্যাণ সংস্থার আয়োজনে চৌমুহনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এতে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়,উপজেলা ভাইস চেয়ারম্যান লিটন আহমেদ,মহিলা ভাইস চেয়ারম্যান মিতালি দত্ত, সারগাম বিদ্যালয়ের অধ্যক্ষ বুলবুল আনাম চৌধুরী,সৈয়দ আমিরুজ্জামান ও মোমিনুল হোসেন সোহেল প্রমুখ।