শ্রীমঙ্গল পালিত হল বঙ্গবন্ধুর ৪২তম সাহাদৎ বার্ষিকী

    0
    219

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,১৫আগস্টঃজহিরুল ইসলাম,শ্রীমঙ্গল প্রতিনিধিঃ  শ্রীমঙ্গলে বিভিন্ন অনুষ্ঠান মালার মধ্য দিয়ে পালিত হল বঙ্গবন্ধুর ৪২ তম সাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস।
    শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগ,শ্রীমঙ্গল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, শ্রীমঙ্গল উপজেলা পরিষদ,শ্রীমঙ্গল থানা পুলিশ,যুবলীগ,ছাত্রলীগ,প্রজন্মলীগ,নবগঠিত শ্রীমঙ্গল কিন্ডার গার্ডেন শিক্ষক সমিতি,উপজেলা বিভিন্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও প্রাইমারী বিদ্যালয়ের পক্ষ থেকে ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়।
    ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বিভিন্ন উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও কলেজের নিজ নিজ হল রুমে আয়োজন করা হয়,বঙ্গবন্ধুর জীবনী নিয়ে বিভিন্ন প্রতিযোগীতা ।
    এদিকে গতকাল মঙ্গলবার সকালে শ্রীমঙ্গল উপজেলার আওয়ামীলীগে আয়োজনে শহরের চৌমুহনা চত্তরে এক আলোচনা সভা ও শিরনী বিতরণের আয়োজন করা হয়। আলোচনা সভাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আব্দুস শহীদ এমপি।
    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রণধীর কুমার দেব, আরোও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এ মনির মিয়া,সহ-সভাপিত জিল্ললু আনাম চেমন,পৌর আওয়ামীলীগের সম্পাদক অর্ধেন্দ্র কুমার দেব উপজেলা যুবলীগের সভাপতি মো: বেলায়েত হোসেন, পৌর যুবলীগের সভাপতি আকব হোসেন শাহীন, উপজেলা ছাত্রলীগের মসুদুর রহমান, সম্পাদক রাজু দেব রিটন, কলেজ সভাপিত সাইদুর রহমান সুজাত,সম্পাদক উজ্জল কান্তি দাশ সহ প্রমুখ।
    এ সময় শ্রীমঙ্গল চৌহমুনা চত্তরে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান নায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪২ তম শাহাদাৎ বার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানানো হয়।