শ্রীমঙ্গল থানার তদন্ত কর্মকর্তা ও এসআই জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত

0
838
শ্রীমঙ্গল থানার তদন্ত কর্মকর্তা ও এসআই জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত

নিজস্ব প্রতিনিধিঃ  মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ৬ নভেম্বর শনিবার দুপুরে জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তা ও জেলার সকল থানার ওসি ও অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে অভিন্ন মান দণ্ডে পুলিশের বিভিন্ন শ্রেণীর কর্মকর্তাদের অক্টোবর ২০২১ মাসের কাজের কর্মদক্ষতা ও আইনশৃঙ্খলায় অবদান রাখায় শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে নির্বাচিতদের ক্রেস্ট দিয়ে পুরস্কৃত করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।

শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে নির্বাচিতরা হলেন,মৌলভীবাজার জেলা (সদর সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান,সদর থানার ওসি ইয়াছিনুল হক, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ হুমায়ুন কবির, এসআই আসাদুর রহমান,সদর থানার এএসআই জহিরুল হক।

পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া সুমনের হাত থেকে ক্রেস্ট গ্রহণ করছেন এস আই আসাদ।ছবি সংগৃহীত

এ সময় পুলিশের উর্ধতন কর্মকর্তাদের মধ্যে, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া সুমন,অতিরিক্ত পুলিশ সুপার হাসান মুহাম্মদ নাসের রিকাবদার,অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন রায় (ডিএসবি), এএসপি শহিদুল হক মুন্সী (শ্রীমঙ্গল সার্কেল) প্রমুখ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ হুমায়ুন কবির বলেন,”অভিন্ন মানদন্ডে আমাকে এ মাসে শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসাবে জেলাতে বিবেচনা করার জন্য সম্মানিত পুলিশ সুপার স্যার মৌলভীবাজার মহোদয়সহ সবাইকে ধন্যবাদ জানাই এবং শ্রীমঙ্গলের জনগণের সহযোগিতায় আমাদের এই সফলতা তাই শ্রীমঙ্গলবাসিকেও অসংখ্য ধন্যবাদ।”