শ্রীমঙ্গল অনলাইন প্রেস ক্লাব’র নবম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা

0
233

নিজস্ব প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলাধীন শ্রীমঙ্গল উপজেলার “শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাব” এর অষ্টম বর্ষপূর্তি ও নবম বর্ষে পদার্পণ উপলক্ষে সোমবার (১২ ডিসেম্বর) বা’দ এশা থেকে রাত ১০ টা পর্যন্ত আলোচনা সভা সংস্থার অস্থায়ী কার্যালয় বিরতি মার্কেট এর তৃতীয় তলায় অনুষ্ঠিত হয।

এতে সভাপতিত্ব করেন,সংস্থার সভাপতি আনিসুল ইসলাম আশরাফী,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়।

৫ নং কালাপুর ইউনিয়নের চেয়ারম্যান,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা এম এ মতলিব।শ্রীমঙ্গল পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর (প্যানেল মেয়র-২) মীর এম এ সালাম। বিশিষ্ট রাজনীতিবিদ,আল মাসুদ ফিশারিজ এন্ড ডেইরীর স্বত্বাধিকারী মুসাব্বির আল মাসুদ।বিশিষ্ট লেখক আরপি নিউজ টুয়েন্টিফোর ডটকম সম্পাদক সৈয়দ আমিরুজ্জামান।সিনিয়র সাংবাদিক (স্বর্ণপদক প্রাপ্ত ) আতাউর রহমান কাজল,বীর মুক্তিযোদ্ধা শেখ জামান,ট্যুরস অ্যান্ড গাইড খালেদুর রহমান,সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর উপজেলা সভাপতি ফারুক খান,পল্লী চিকিৎসক ডাক্তার মামুনুর রশিদ,দলিল লেখক ফজলুর রহমান

সহ অনলাইন প্রেস ক্লাবের সকল নেতৃবৃন্দ-সদস্য ও স্থানীয় বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।
অনুষ্ঠানে অনলাইন প্রেস ক্লাবের জয়েন্ট সেক্রেটারি আব্দুল মজিদ এর সঞ্চালনায় সভাপতির স্বাগত বক্তব্যের পর বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়,কাউন্সিলর মীর এম এ সালাম,সাংবাদিক আতাউর রহমান কাজল, সাংবাদিক সৈয়দ আমিরুজ্জামান,বিশিষ্ট ব্যবসায়ী মুসাব্বির আল মাসুদ,চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মতলিব। বক্তাগণ অনলাইন প্রেস ক্লাবের উত্তরোত্তর উন্নতি কামনা করেন এবং গ্রহণযোগ্য সাংবাদিকতাকে সমাজে প্রতিষ্ঠিত করে,সমাজ থেকে অন্যায় অত্যাচার ও সকল প্রকার দুর্নীতির বিরুদ্ধে কাজ করে প্রকৃত সাংবাদিকতা প্রতিষ্ঠায় সংগঠনটি মুখ্য ভূমিকা রাখার আহ্বান জানান।

পরিশেষে সভাপতির বক্তব্য ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।মোনাজাত পরিচালনা করেন নূর মোহাম্মদ সাগর।
উল্লেখ্য “শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাব” ২০১৪ সালের ৬ ডিসেম্বর শ্রীমঙ্গল হানাদার মুক্ত দিবসে মহান মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে এক ঝাঁক শিক্ষানবিশ সাংবাদিকদের নিয়ে যাত্রা শুরু করেন।