শ্রীমঙ্গলে স্বাস্থ্যবিধি অমান্য করায় ৫ হাজার ৪০০ টাকা জরিমানা

0
768
শ্রীমঙ্গলে স্বাস্থ্যবিধি অমান্য করায় ৫ হাজার ৪০০ টাকা জরিমানা

নুর মোহাম্মদ সাগর, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় দেশ ব্যাপী করোনা সংক্রমণ বৃদ্ধির ফলে চলমান লকডাউনে প্রতিদিন জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসন বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে আসছেন। আজ ৩১ জুলাই ২০২১ ইং তারিখে ও বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেছেন নির্বাহি ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেছার উদ্দিন রুবেল।

নির্বাহি ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেছার উদ্দিন রুবেল,সাথে সেনাবাহিনী দলের ক্যাপ্টেন রেজোআন এবং পুলিশের এস আই কামরুল।


শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সেনাবাহিনী দলের ক্যাপ্টেন রেজোআন এবং পুলিশের এস আই কামরুল হাসানসহ পুলিশের একটি দলের সহযোগিতায় উপজেলা শহরের বিভিন্ন বাজারে ও সড়কে অভিযান চালিয়ে পথচারী ও ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি সংক্রান্ত সতর্ক ও সচেতন থাকতে নির্দেশ প্রদান করেন। এ সময় স্বাস্থ্যবিধি অমান্য করায় ১৪ টি মামলায় ৫ হাজার ৪০০ টাকা জরিমানা করেন।
নির্বাহি ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেছার উদ্দিন বলেন, লকডাউন চলাকালীন সময়ে স্বাস্থ্যবিধি অমান্যকারিদের বিরুদ্ধে প্রতিদিন অভিযান অব্যাহত থাকবে।