শ্রীমঙ্গলে সীমান্তিক এনজিও’র উদ্যোগে করোনা সচেতনতায় মাইকিং

0
748

মিনহাজ তানভীর: দেশব্যাপী করোনাভাইরাস এর দ্বিতীয় দফায় সংক্রমণ বৃদ্ধির ফলে USAID ‘র আর্থিক সহায়তায় এবং সেভ দ্য চিলড্রেনের কারিগরি সহায়তায় “সীমান্তিক” এনজিওর উদ্যোগে করোনা মহামারী সংক্রান্ত শ্রীমঙ্গল উপজেলায় জনসচেতনতা মূলক প্রচারণা চালাচ্ছে। সংস্থাটির সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার ১৩ জুলাই থেকে প্রাথমিক পর্যায়ে তিনটি ইউনিয়নে কার্যক্রম শুরু হয়েছে।
আরো জানা যায়, USAID এর আর্থিক সহায়তায় এবং Save the Children এর কারিগরি সহায়তায় সীমান্তিক কর্তৃক বাস্তবায়িত COVID-19 vaccine registration প্রকল্পের আওতায় স্থানীয় জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধিকরণ ও কল্পিত কুসংস্কারের বিরুদ্ধে শহর,গ্রাম গঞ্জের নাগরিকদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা তৈরির লক্ষ্যে পর্যায়ক্রমে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন ইউনিয়নে পরিস্থিতির উপর নির্ভর করে সংস্থার দায়িত্বশীলদের অনুমতি সাপেক্ষে মাইকিং কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংস্থার মাঠে কর্মরত কর্মকর্তা মাহফুজুর রহমান সোহাগ এ প্রতিনিধিকে জানিয়েছেন।