শ্রীমঙ্গলে লকডাউন অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

0
704
শ্রীমঙ্গলে লকডাউন অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

রাজেশ ভৌমিকঃ দেশ ব্যাপী করোনা সংক্রমণ বৃদ্ধির ফলে চলমান লকডাউনে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌর শহরসহ উপজেলার বিভিন্ন স্থানে
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালিত হয়েছে।

অভিযানে সরকার কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞা অমান্য করায় মোবাইল কোর্ট পরিচালনা করে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর ২৪(২) ধারা মোতাবেক ৬টি মামলায় সর্বমোট ৭ হাজার ১০০ শত টাকা অর্থদন্ড আদায় করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও আনসারের সহযোগিতায় শুক্রবার (৩০ জুলাই ২০২১) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেছার উদ্দীন রুবেল।

সরকার ঘোষিত বিধি নিষেধের অষ্টমদিনে কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে ছিল উপজেলা প্রশাসন। যারা অকারণে সড়কে বেরিয়েছেন তাদের মুখোমুখি হতে হচ্ছে পুলিশের জিজ্ঞাসাবাদ ও ভ্রাম্যমান আদালতের।
প্রসঙ্গত, বিধিনিষেধ পালনে বাধ্য করতে শহরের সকল প্রবেশমুখে আগের মতোই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেকপোস্ট পরিচালিত হচ্ছে।