শ্রীমঙ্গলে পাহাড় কাটার অপরাধে অর্ধলক্ষ টাকা জরিমানা

0
970

জহিরুল ইসলাম,শ্রীমঙ্গলঃ শ্রীমঙ্গলে রাধানগর এলাকার তাওসী রিসোর্টের পিছনে পাহারের টিলা কাটার অপরাধে ভূমির মালিক সুভাষ ভর’কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৪ মার্চ) বিকাল ৪টার দিকে ১৯৯৫ সালের পরিবেশ সংরক্ষণ আইন ৬ এর “খ” লঙ্ঘনের দায়ে এ অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নেছার উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক বদরুল হুদা ও শ্রীমঙ্গল থানার এসআই কামরুল হাসান প্রমুখ।
এবিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) মো. নেছার উদ্দিন বলেন, টিলা কাটা ও পরিবেশ আইন লঙ্ঘন করে যারা এধরনের অপরাধ করছে তাদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য,গত বছরের সেপ্টেম্বর মাসের মাঝামাঝিতে পাহার কাটার ব্যাপারে স্থানীয় প্রশাসনকে তাদের পাহার কাটার বিষয়টি অবগত করা হলে পুলিশের একটি টিম ওই স্থানে পৌঁছলে অপরাধীরা আনারসের বাগান করার জন্য পাহারের উঁচুনিচু টিলা সাজাচ্ছে বলে মিথ্যা তথ্য দিয়ে পুলিশকে বুঝাতে সক্ষম হয়।