শ্রীমঙ্গলে পাঁচ শতাধিক প্রবীণ নাগরিকদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত

0
236

শ্রীমঙ্গল থেকেঃ প্রবীণ হিতৈষী সংঘ শ্রীমঙ্গলের আয়োজনে এবং বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসা সেবায় শনিবার (১৯ নভেম্বর২০২২) সকাল ১০টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রবীণ নাগরিক চক্ষু শিবিরের এলাকার ৫ শতাধিক রোগিকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ঔষধ সরবরাহ ও শতাধিক রোগীকে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হয়।

চক্ষু শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ হরিপদ রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়।

প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি অধ্যাপক লোকেশ চন্দ্র দেবের সভাপতিত্বে শিক্ষক মোঃ মনসুর ইকবালের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিএনএসবি সদস্য অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সাবেক পরিচালক ডাঃ সত্যকাম চক্রবর্তী, প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক মোঃ খুরশেদ আনোয়ার, কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ফুয়াদ, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, বিএনএসবি’র প্রশাসনিক কর্মকর্তা রুহুল আমিন চৌধুরী, ডাঃ চন্দ্র সরকার কর, ডাঃ আব্দুল মান্নান, ডাঃ আবদুল বাতেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কুমুদ রঞ্জন দেব, লেখক শিক্ষাবিদ দ্বীপেন্দ্র ভট্টাচার্য, প্রফেসর অসিত পাল, প্রবীণ হিতৈষী সংঘের যুগ্ম-সম্পাদক ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন সোহেল, কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমেদ, দৈনিক দেশ বাংলা পত্রিকার সিলেট বিভাগের প্রধান ইসমাইল মাহমুদ, সাংবাদিক মামুন আহমেদসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

সহযোগিতায় ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শ্রীমঙ্গল উপজেলা শাখা, শ্রীমঙ্গল প্রেসক্লাব, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতি, কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশন, শ্রীমঙ্গল, কেয়ার মেডিকেল সার্ভিসেস শ্রীমঙ্গল।