শ্রীমঙ্গলে চুরি হওয়া শিশু ঝিনাইদহ থেকে উদ্ধার

0
262

শ্রীমঙ্গল প্রতিনিধিঃ শ্রীমঙ্গলে চুরি হওয়া তিন মাসের শিশু ঝিনাইদহ জেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। জনৈক কোহিনুর বেগম (২২), স্বামী-শহীদ আলী, সাং- দুকুন্দি থানা-বেলাবো, জেলা-নরসিংদী, বর্তমানে কালীঘাট রোড (শাহেনা আক্তারের বাসার ভাড়াটিয়া), থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার, থানায় হাজির হইয়া বিবাদী মোঃ শিমুল হোসেন (২৫) পিতা আবদুর রহমান ও ইয়াছমিন বেগম (২৪), পিতা-মৃত আবু কালাম, স্বামী-মোঃ শিমুল হোসেন, উভয় সাং-শাহপুর ঘিঘাটি, থানা-কালিগঞ্জ, জেলা-ঝিনাইদহ’র বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন যে, বাদীনি পেশায় একজন ভিক্ষুক।
উল্লেখিত বিবাদী দ্বয় চোরাই ও অপহরণ চক্রের সক্রিয় সদস্য। বিবাদীদয় গত ১০/০৯/২০১২ ইং তারিখে বেলা অনুমান ১১.৩০ ঘটিকার সময় শ্রীমঙ্গল থানাধীন কালীঘাট রোড সাকিনস্থ রিক্সা স্টেশন কড়ইগাছতলায় বাদীনিকে ভিক্ষা করিতে দেখিয়া বাদীনির কোলের তিন মাসের শিশু মেয়ে বাচ্চাকে তাদের কোলে নিয়ে আদর করার কথা বলিলে বাদীনি তাহার শিশু মেয়ে বাচ্চাকে তাহাদের কোলে দেন। বাদীনি তাহার শিশু মেয়ে বাচ্চাকে তাহাদের কোলে দিলে বিবাদীদ্বয় বাদীনির ০৩ মাসের শিশু বাচ্চাকে নিয়ে অপহরণ করে দৌড়াইয়া ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বিবাদীদ্বয় বাদীনির শিশু বাচ্চাকে নিয়া অপহরণ করে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় সাক্ষীগণ বিবাদীদেরকে দেখতে পান। উক্ত ঘটনার প্রেক্ষিতে বাদীর অভিযোগের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার মামলা নং-১৬, তাং-১৬/০৯/২০১২ ইং, ধারা ৭/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধীত ২০২০) পেনাল কোড রুজু হয়।

পরবর্তীতে গত ১০/০৯/২০২২ ইং তারিখ রাতের বেলায় ঝিনাইদহ জেলাধীন কালীগঞ্জ থানা পুলিশ বিবাদীদেরকে সন্দেহজনক ভাবে আটক করে এবং জিজ্ঞাসাবাদে ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে পেরে অত্র শ্রীমঙ্গল থানায় অবগত করিলে কালীগঞ্জ থানার তথ্যের ভিত্তিতে অফিসার ইনচার্জ মোঃ শামীম অর রশিদ তালুকদার’র নির্দেশে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই (নিঃ) মোঃ আলাউদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উক্ত ঘটনার সহিত জড়িত ২ জন আসামী মাঃ শিমুল হোসেন (২৫), পিতা-আব্দুর রহমান ও ইয়াছমিন বেগম (২৪) কে সনাক্ত পূর্বক গ্রেফতার করেন এবং বাদীনি কোহিনূর বেগমের ৩ মাসের শিশু বাচ্চা উদ্ধার করেন বলে পুলিশের সুত্রে জানা যায়।