শ্রীমঙ্গলে আহত মেছোবাঘটি উদ্ধারের পর চলছে চিকিৎসা

0
571
শ্রীমঙ্গলে আহত মেছোবাঘটি উদ্ধারের পর চলছে চিকিৎসা


জহিরুল ইসলাম: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ধান ক্ষেত থেকে আহত অবস্থায় ১ টি মেছোবাঘ উদ্ধার করেছে শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

৩ নং শ্রীমঙ্গল সদর ইউনিয়নের নোয়াগাঁও এলাকার নাথ বাড়ির পাশে শনিবার (১৭ জুলাই ২০২১) সকাল সাড়ে ৭ টার দিকে ধানক্ষেতে মেছোবাঘটিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে ফোন করে জানান। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক সজল দেব দ্রুত সেখান থেকে আহত অবস্থায় মেছোবাঘটিকে উদ্ধার করেন।

এ ব্যাপারে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন এর পরিচালক সজল দেব জানান, স্থানীয়রা ফোন করে জানালে আমি সেখান থেকে আহত অবস্থায় মেছোবাঘটিকে উদ্ধার করি। পরে এটিকে প্রাথমিক চিকিৎসা দেই। তিনি জানান বাঘটি মারাত্মক আঘাত প্রাপ্ত। বর্তমানে আহত মেছোবাঘটির চিকিৎসা চলছে । এটি পুরো সুস্থ্য হলে আবার বনে অবমুক্ত করা হবে ।

তিনি আরোও জানান, বন বিভাগকে বিষয়টি অবহিত করেছি। বাঘটি’র কোমরে কেউ লাঠি দিয়ে আঘাত করেছে অথবা সড়ক দুর্ঘটনা হতে পারে ।