শ্রীমঙ্গলে আকস্মিক ঝড়ে বিদ্যুত লাইন ক্ষতিগ্রস্থঃভোগান্তিতে গ্রাহক

    0
    251

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,১৬এপ্রিল,এস কে দাশ সুমন,বিশেষ প্রতিনিধিঃ  গতকাল শনিবার সন্ধ্যায়  বছরের  প্রথম  কালবৈশাখী  ঝড়ের  দেখা  মিলে। প্রায়  ত্রিশ  মিনিট  স্থায়ী  এই  ঝড়ে  শ্রীমঙ্গল  উপজেলা  সদর  ও  আশপাশের  এলাকার  ব্যাপক  ক্ষতি  সাধন  হয় ।উপড়ে  পড়ে  গাছপালা । এতে  বিদ্যুত  লাইন  ছিড়ে  গিয়ে  বিদ্যুত  সংযোগ  বিচ্ছিন্ন  হয়ে  পরে  অনেক  এলাকায়।

    এছাড়া  শ্রীমঙ্গল  জেলা  পরিষদ  অডিটোরিয়ামে  চলছিল  শ্রীমঙ্গল  অনুশীলন  চক্রের  বর্ষবরন  অনুষ্ঠান  ও  মেলা, আকস্মিক  ঝড়ের  দাপটে  মেলায়  আগত  দর্শনার্থী সহ  মেলায়  স্টল  বরাদ্দ  পাওয়া  ব্যবসায়ী  বৃন্দ  আতঙ্কিত  হয়ে  পড়েন। থেমে  যায়  অডিটোরিয়ামে  চলা  বর্ষবরনের  সাংস্কৃতিক  অনুষ্ঠান।  ঝড়ে  মেলায়  প্রবেশ  মুখের  তোরণ  টি  ভেঙে  পড়ে,  ক্ষতিগ্রস্থ  হয়  বিভিন্ন  ব্যাবসায়িদের  মালামাল।

     এ ব্যাপারে  মুঠোফোনে  কথা  হয়  বিদ্যুত  অফিসের  লাইন  ম্যান  আব্দুল  আলীর  সাথে  তিনি  জানান  গতকালের  ঝড়ে  শ্রীমঙ্গল  উপজেলার  ডাকবাংলা  পুকুর  পাড়, ভাড়াউড়া, সন্ধানী  আ / এ, মতিগঞ্জ, কালাপুর, সাতগাঁও, ভূনবীর, পূর্বাশা  আবাসিক  এলাকা ও পশ্চিম ভাড়াউড়ার  বিদ্যুত  লাইন  ক্ষতিগ্রস্থ  হয়ে  বিদ্যুত  সংযোগ  বিচ্ছিন্ন  হয়ে  পড়ে।
    পল্লিবিদ্যুত  অফিসের  লাইন  ম্যানরা  কয়েকটি  ভাগে  বিভক্ত  হয়ে  রাতভর  প্রচেষ্টা  চালিয়ে  ও  সব  এলাকার  বিদ্যুত  সংযোগ  সচল  করা  সম্ভব  হয়নি ।
    এ  ব্যাপারে  কথা  হয়  ডাকবাংলো  পুকুর  পাড়  নিবাসি  গ্রাহক  উজ্জ্বল  পালিতের  সাথে  তিনি  জানান  ঝড়ের  কারনে  বিদ্যুত  লাইন  ক্ষতিগ্রস্থ  হলে  গতরাত  থেকেই  আমাদের  বিদ্যুত  নেই  বিদ্যুতের  অভাবে  ভ্যাপশা  গরমে  অতিষ্ঠ  পরিবারের  ছোট্ট  শিশুসহ  বয়জেষ্টরা ।
    তাছাড়া  বিদ্যুত  না  থাকায়  থমকে  আছে  দৈনন্দিন  কর্মকান্ড  মটরে  পানি  নেই  মোবাইলে  চার্জ  নেই।
    বছরের  শুরুতেই  প্রতিবছরই  এমন  কালবৈশাখী  ঝড়ের  প্রকোপ  দেখা যায়  যা  প্রতি বছরই ব্যাপক  ক্ষতি  সাধন  করে  বলে  জানান  লাইন  ম্যান  আব্দুল  আলী।