শেখ রাসেলকে ভালবেসে চুনারুঘাটে ৬কোটি টাকার সম্পত্তি প্রদান

0
631
শেখ রাসেলকে ভালবেসে চুনারুঘাটে ৬কোটি টাকার সম্পত্তি প্রদান
শেখ রাসেলকে ভালবেসে চুনারুঘাটে ৬কোটি টাকার সম্পত্তি প্রদান

এস এম সুলতান খান,চুনারুঘাট প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাট আহমদাবাদ ইউনিয়নে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের জন্য নিজের ২২৮ শতক জমি দান করলেন আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু। যার মূল্য ৬ কোটি টাকা হবে বলে জানা যায়। 

মঙ্গলবার (২৯ জুন ২০২১) সন্ধায় চুনারুঘাট উপজেলা  ভূমি  অফিসে জমি রেজিস্ট্রেরি শেষে দলিল হস্তান্তর করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল, সাব-রেজিস্ট্রার অফিসার হেনায়েত উদ্দিন, জাকির হোসেন পলাশ, মুজিবুর রহমান, সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু।

উপজেলার আশ্রবপুর মৌজার ১৫ দাগে ১৪৮ শতক ও ২৯ দাগে ৮০ শতক মোট ২২৮ শতক জমি রেজিস্ট্রার খরচসহ দান করে শেখ রাসেলের প্রতি বিরল ভালবাসার নজির স্থাপন করেছেন চেয়ারম্যান সনজু।

জানা যায়, দানকৃত জমির বাজার মূল্য প্রায় ৬ কোটি টাকা।

এ ব্যাপারে চেয়ারম্যান সনজু চৌধুরী বলেন এটা শেখ রাসেলের প্রতি ভালবাসার বহিঃপ্রকাশ। তাছাড়া ইউনিয়নে একটি স্টেডিয়াম নির্মিত হলে ক্রীড়া প্রেমিকদের জন্যও অনেক সুবিধা থাকবে। তাই নিজের সম্প্রত্তি থেকে দান করে দিয়েছেন বলে তিনি জানান।