শাহাব উদ্দিন ভাই যেমন ভালো মানুষ,তেমনি এখানকার প্রকৃতি:মৌলভাবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী

0
1183
শাহাব উদ্দিন ভাই যেমন ভালো মানুষ,তেমনি এখানকার প্রকৃতি:মৌলভাবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী

“আমি শাহাব উদ্দিন ভাইয়ের এলাকায় যতবার এসেছি ততবার’ই মনে হয়েছে আমি আরও কিছুক্ষণ থেকে যাই। তিনি যেমন ভালো মানুষ ঠিক এখানকার প্রকৃতি ও ঠিক সেই রকম। সম্ভাবনাময় জেলা এই মৌলভীবাজার। যারাই এখানে পুলিশের দায়িত্বে এসেছেন তারা সবাই এই এলাকাকে ভালো বেসেছেন।“স্বরাষ্ট্রমন্ত্রী আসাসুজ্জামান খান

শাহাব উদ্দিন ভাই যেমন ভালো মানুষ,তেমনি এখানকার প্রকৃতি:মৌলভাবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বন পরিবেশ ও জলবাযূ পরিবর্তন মন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি।

এম এম সামছুল ইসলাম ও হাবিবুর রহমান খান,জুড়ী থেকেঃ মৌলভাবাজারের জুড়ী থানা নব নির্মিত আধুনিক ভবনের উদ্বোধন শেষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাসুজ্জামান খান কামাল বলেন, “মাদক একটি মারাত্মক নেশা, আমাদের পরবর্তী জেনারেশন যাদেরকে নিয়ে আমরা গর্ববোধ করি, যাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখি তাদেরকে রক্ষা করার জন্য মাদক থেকে দূরে রাখতে হবে। আপনারা যে যেখানেই থাকেন মাদক একটা ভয়ঙ্কর নেশা, এটা যে শেষ করে দেয় তা মানুষকে, পরিবারকে, সমাজ ও জনগণকে এর পরিণাম সম্পর্কে বুঝাবেন। মাদকসহ সকল প্রকার জঙ্গিবাদ ও অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের অনেক সুনাম ও ঐতিহ্য রয়েছে।

জেলা পুলিশ সুপার মোঃ জাকারিয়ার সভাপতিত্বে শনিবার ৯ অক্টোবর ২০২১ ইং তারিখ দুপুরে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বন পরিবেশ ও জলবাযূ পরিবর্তন মন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি।

প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি বলেছেন,”আধুনিক দেশ গঠনে পুলিশের ভুমিকা প্রশংসনীয়। দেশকে স্বাধীন করার জন্য মুক্তিযোদ্ধাদের পাশাপাশি সেনা বাহিনীসহ সকল বাহিনী যে যুদ্ধ করে গেছেন তন্মধ্যে পুলিশ বাহিনী অগ্রণী ভূমিকা পালন করেছেন। স্বাধীন বাংলাদেশের স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজারবাগ পুলিশ কেন্দ্র থেকে পুলিশ সদস্যদের দেশ গঠনের আহবান জানিয়েছিলেন। তিনি এ সময় তাদের উদ্দেশ্যে ভাষন দিয়ে বলেছিলেন, তোমরা যদি দেশের উন্নয়নে ঝাঁপিয়ে পড়, তাহলে আমি নিজেকে গর্ববোধ করবো। বাংলাদেশ পুলিশ তার ভাষনে উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করেছিলেন।“
মন্ত্রী আরো বলেন, “দেশ স্বাধীন হওয়ার পর যত সরকার দেশ চালিয়েছেন কেউই দেশের উন্নয়ন করতে পারেননি। তবে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় পুলিশ বাহিনী সন্ত্রাস দমন, মাদক নিয়ন্ত্রন ও জঙ্গিবাদ দমনে বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলেছে।“

সবার উদ্দেশ্যে তিনি আরও বলেন, “আমরা শুধু তাদের ওপর কঠোর হলে, স্টিম রোলার চালালে হবে না। তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে তারাসহ আমরা সবাই যাতে মাদকের বিরুদ্ধে ঘুরে দাঁড়াই। মাদকের এই ভয়ঙ্কর নেশা থেকে আমাদের নতুন প্রজন্মকে রক্ষা করতে না পারি তাহলে আমরা পথ হারিয়ে ফেলবো।“

পরিশেষে মন্ত্রী বলেন, আমি শাহাব উদ্দিন ভাইয়ের এলাকায় যতবার এসেছি ততবার’ই মনে হয়েছে আমি আরও কিছুক্ষণ থেকে যাই। তিনি যেমন ভালো মানুষ ঠিক এখানকার প্রকৃতি ও ঠিক সেই রকম। সম্ভাবনাময় জেলা এই মৌলভীবাজার। যারাই এখানে পুলিশের দায়িত্বে এসেছেন তারা সবাই এই এলাকাকে ভালো বেসেছেন।

শাহাব উদ্দিন ভাই যেমন ভালো মানুষ,তেমনি এখানকার প্রকৃতি:মৌলভাবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সাংসদ নেছার আহমদ, সংরক্ষিত মহিলা আসন এম পি সৈয়দা জহুরা আলাউদ্দিন, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, পুলিশ কমিশনার এসএমপি মোঃ নিশারুল আরিফ, মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, জুড়ী উপজেলা চেয়ারম্যান এম এ মোঈদ ফারুক প্রমুখ।

পুলিশ সুত্রে জানা গেছে, পুলিশ বিভাগের ১০১টি থানা ভবন টাইপ প্ল্যানে নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় ২০১৬ সালের ২৯ নভেম্বর জুড়ী থানা ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি। ২০১৫-২০১৬ অর্থবছরে সরকারের গণপূর্ত অধিদপ্তর ৭ কোটি ৩১ লাখ ৪৪ হাজার ৩শ ৫০ টাকা ব্যায়ে প্রকল্পটি বাস্তবায়ন করেছে।