শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদের মেধা বৃত্তি প্রদান

    0
    369

    আমার সিলেট  24 ডটকম,০৭নভেম্বর,এস এম সুলতানঃ হবিগঞ্জের চুনারুঘাটে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ চুনারুঘাট জোনের উদ্যোগে ২০১২ইং মেধা বৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় চুনারুঘাট পৌর শহরের দিদার কমিউনিটি সেন্টারে সংসদের চুনারুঘাট জোনের উদ্যোগে এ মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রভাষক মাজহারুল ইসলাম রুবেল। সংসদের পরিচালক নূর উদ্দিন ইবনে মালেকের সভাপতিত্বে ও আব্দুল আজিজ ইকবালের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মশিউর রহমান, ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী, অধ্যক্ষ এ কে আফসার আহমদ তালুকদার, জেলা ইসলামী ফ্রন্টের সভাপতি অধ্যাপক শহীদুল ইসলাম, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, শ্রীকুটা হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল আউয়াল, মাওলানা মুসলিম খান, সাংবাদিক এস. এম সুলতান খান, সাংবাদিক ফারুক মাহমুদ, এস. এম. মিজানুর রহমান, মোঃ মোশাহিদুল ইসলাম, মোঃ শফিক মিয়া, মোঃ আব্দুল করিম, সাংবাদিক এস. আর রুবেল মিয়া, মোঃ ফারুক মিয়া, হাফিজুর রহমান, মামুনু রশীদ, মোঃ বিলাল মিয়া ও হাফেজ মোঃ জাকি প্রমুখ।

    পরে গোলেন্ডন প্লাস ৮জন, এ গ্রেড প্রাপ্ত ১৫জন ও সাধারণ গ্রেড প্রাপ্ত ৩৬জনসহ মোট ৫৯জন মোধা উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদেরকে ক্রেষ্ট ও সনদসহ বৃত্তি প্রদান করা হয়। উল্লেখ্য যে, প্রতি বছর শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা কেন্দ্রীয় জোনের অধিনে চুনারুঘাট উপজেলায় অনুষ্ঠিত হয়ে আসছে।