শর্ত ভঙ্গ করে বালু উত্তোলনের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

0
553
শর্ত ভঙ্গ করে বালু উত্তোলনের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

মিজানুর রহমান চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাটে শর্ত ভঙ্গ করে ব্রীজের কাছ থেকে বালু উত্তোলন করায় এক মহালদারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার ১৮ নভেম্বর দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিদ্ধান্ত ভৌমিক এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত উপজেলার সদর ইউনিয়ন কাজিরখিল ঘরগাও এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় ভ্রাম্যমান আদালত দেখতে পায় সরকারি শর্ত ভঙ্গ করে মহালদার কাজিরখিল খোয়াই নদীতে নির্মিত ব্রীজের কাছ থেকে বালু উত্তোলন করছে। এ সময় মহালদার হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের গঙ্গানগর গ্রামের আব্দুল গফুরের ছেলে ফারুক মিয়াকে
ভ্রাম্যমান আদালত বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় ৫০,০০০ টাকা জরিমানা করে। ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করে চুনারুঘাট থানা পুলিশের একটি টিম।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধান্ত ভৌমিক।