লোক দেখানে নির্বাচনে বিএনপি যাবে না:সুনামগঞ্জে গয়েশ্বর

    0
    406

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,২৯ডিসেম্বর,সুনামগঞ্জ প্রতিনিধিঃ   ভোট কেন্দ্রে যাওয়ার আগেই বাক্স ভরে যায় এ রখম ঘটনাও ঘটেছে। লোক দেখানো নির্বাচনে বিএনপি যাবে না। নির্বাচনের মাধ্যমে জনগনের ক্ষমতার প্রতিফলন ঘটবে। এ অবৈধ সরকারের অধীনে নির্বাচন কোন ভাবেই সুষ্ট হবে না। আমরা ত বলেনি বেগম খালেদা জিয়ার অধিনে নির্বাচন দিন। বিএনপি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধিনে নির্বাচন চায়। নিজেদের অস্থিত ঠিকিয়ে রাখতে সরকার বিচার বিভাগ নিয়ন্ত্রন করছে। সেটা আমার বলার প্রয়োজন নেই। জনগন তামশা দেখছে। প্রধান বিচারপতি পদত্যাগ করেছেন কি না তা এখনও পরিষ্কার না। জোর করে তাকে বিদেশে পাঠানো হয়েছে। শুধু বিচার বিভাগ না সব কিছুতেই সরকার হস্থক্ষেপ করছে।

    বিএনপি কখনোই বলেনি যে আন্দোলনে যাবে না। এটা পরিস্থিতির উপর নির্ভর করবে। দাবী আদায় না হলে আমরা আন্দোলনে যেতে বাধ্য। এটা দেশনেতৃ দলের প্রধান খালেদা জিয়ার বক্তব্যেও পরিষ্কার। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় শুক্রবার (২৯,২,১৭ইং) বিকালে সুনামগঞ্জ জেলা বিএনপির কর্মী সভায় যোগদানের পূর্বে সাংবাদিকদের এসব কথা বলেন। পরে সুনামগঞ্জ জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নুরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গয়েশ্বর চন্দ্র রায়।

    বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এডঃ ফজলুল হক আফপিয়া,কেন্দ্রীয় কমিটির সাংগঠানিক সম্পাদক এডঃ রুহুল কুদ্দুছ তালুকদার দুলু,ডাঃ সাখাওয়াত হোসেন,বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠানিক সম্পাদক দিলদার হোসেন,এডঃ আব্দুছ সালাম আজাদ,জাতীয় কমিটির সদস্য নাসির উদ্দিন চৌধুরী,মিজানুর রহমান চৌধুরী মিজান প্রমুখ। কর্মী সভায় বিএনপির জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।