লোকসান কমানোর অজুহাতে পানির মূল্যবৃদ্ধি জনস্বার্থ পরিপন্থি

    0
    439

    লোকসান কমানোর অজুহাতে সম্প্রতি চট্টগ্রাম ওয়াসার পানির দাম ৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্তকে অযৌক্তিক ও জনস্বার্থ পরিপন্থি বলেছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর নেতৃবৃন্দ। অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি মুহাম্মদ নঈমুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন মাহমুদ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, সেবা সংস্থাগুলো সেবার মূল্যবৃদ্ধির পূর্বে গণশুনানির আয়োজন করা বহুদিনের রেওয়াজ।

    চট্টগ্রাম ওয়াসা সে রেওয়াজের তোয়াক্কা ও ভোক্তাদের স্বার্থের কথা বিবেচনা না করে সম্পূর্ণ অযৌক্তিকভাবে পানির দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। এ অযৌক্তিক মূল্যবৃদ্ধির ফলে বাড়িওয়ালার চেয়ে ভাড়াটিয়ারা ক্ষতিগ্রস্থ হবে। নেতৃবৃন্দ বলেন, লোকসান কমানোর বহুবিধ পন্থা আছে।

    বস্তুত চট্টগ্রাম শহরে পানির দাম বৃদ্ধির পূর্বে শতভাগ পানির সরবরাহ নিশ্চিত, বিদ্যমান সমস্যা সমূহ সমাধান এবং পানির অপচয় রোধ ও পানির অবৈধ সংযোগ সমূহের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।