লাউয়াছড়ায় কাঠের গুড়া মিশ্রিত “চা” বিক্রেতা চক্র আটক

    0
    356

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৬মার্চ,এস কে দাশ সুমন: পর্যটন  নগরী  শ্রীমঙ্গলের  প্রাকৃতিক  পরিবেশ  বিমুগ্ধ  করে  এখানে  আগত  দেশি  বিদেশী  পর্যটকদের। সেই  সুবাদে  পর্যটন  নগরীতে  ব্যবসা  বান্ধব  পরিবেশ  তৈরি  হলে  এখানে  গড়ে  উঠে  বিভিন্ন   ব্যবসায়ী  প্রতিষ্ঠান।  ব্যাক্তিগত  ও  প্রাতিষ্ঠানিক  ভাবে  অনেকেই  বিনিয়োগ  করেন  শতকোটি  টাকা  গড়ে  তোলেন  পাঁচতারকা  মানের  হোটেল  রিসোর্ট , চায়ের  রাজধানীখ্যাত  পর্যটন  নগরীর  চা  শিল্প  এখানে  আগত  দর্শনার্থীদের  আকর্ষিত  করে  বরাবরই  তাই  অনেকেই  নিজের  ও  প্রিয়জনের  জন্য  কিনে  নেন  “চা”  পাতা । এই  চা  শিল্পের  বিশ্বব্যাপী  জনপ্রিয়তায়  কিছু অসাধু  ব্যবসায়ী  নিজের  ব্যক্তিগত  স্বার্থ  সিদ্ধির  জন্য  প্রতারণার  আশ্রয়  নেয় ধর্মিয় বিভিন্ন নামে।

    গতকাল  বিকেল  ৪  ঘটিকায়  রাজশাহী  থেকে  শ্রীমঙ্গল  লাউয়াছড়া  জাতীয়  উদ্যানে  ভ্রমণ  করতে  আসেন  কিছু  প্রকৃতি  প্রেমি  পর্যটক , ভ্রমণ  শেষে  লাউয়াছড়া  জাতীয়  উদ্যানের  গেইটের  পাশর্বর্তী ফুটপাতের  চা  ব্যবসায়ী  থেকে  চা  পাতা  কিনে  নেন  কিছু  পর্যটক  কিন্তু  গাড়িতে  উটে  চা  পাতার  ব্যাগটি  সন্দেহ  হলে  তাৎক্ষণিক  চা  পাতার  ব্যাগটি  ছিড়ে  ভিতরে  কাঠের  গুড়া  দ্বারা  তৈরী  করা  কৃত্রিম  চা  পাতা  দেখতে  পান  পর্যটকরা । বিষয়টি  নিয়ে  ক্রেতা  বিক্রেতার  মধ্য  বাক  বিতন্ডা  তৈরি  হলে  ট্যুরিস্ট  পুলিশের  এ  এস  আই  মিজানুর  রহমান  এবং  এ  এস  আই  ইসমাইলসহ  বন  কর্মকর্তা  আনোয়ার  হোসেন  বিষয়টি  আমলে  নিয়ে  কমলগঞ্জ  প্রশাসন  কে  জরুরী  ভিত্তিতে  ফোর্স  পাঠাতে  বলা  হয়  পরিশেষে  কমলগঞ্জ  থানা  পুলিশ  আসলে  মালা মালসহ  ৩  জন  ফুটপাতের  অসাধু  ব্যবসায়ী কে  কমলগঞ্জ  পুলিশে  হস্তান্তর  করা  হয়।