লকডাউন নিষেধাজ্ঞা অমান্য করায় শ্রীমঙ্গলে জরিমানা

0
742
লকডাউন নিষেধাজ্ঞা অমান্য করায় শ্রীমঙ্গলে জরিমানা
লকডাউন নিষেধাজ্ঞা অমান্য করায় শ্রীমঙ্গলে জরিমানা

নূর মোহাম্মদ সাগর,শ্রীমঙ্গল(মৌলভীবাজার)প্রতিনিধি: দেশের বিভিন্ন অঞ্চলসহ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমান্বয়ে বৃদ্ধির ফলে উপজেলা শহরে লকডাউন চলাকালীন স্বাস্থ্যবিধি নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা ও গণপরিবহন রাস্তায় বের করায় ২৪ মামলায় ১২ হাজার ৬শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
এ সময় চলমান লকডাউন অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা ও গণপরিবহন রাস্তায় বের করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপরোক্ত জরিমানা আদায় করা হয়।
মঙ্গরবার (২৯ জুন ২০২১) দুপুর থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) নেছার উদ্দিন, অভিযান পরিচালনায় সহযোগিতা করেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুছ ছালেক, পুলিশ পরিদর্শক (তদন্ত)হুমায়ুন কবিরসহ পুলিশের একটি দল।