রিকশা শ্রমিক সংঘের ন্যায্য ভাড়া, স্থায়ী স্ট্যান্ড ও নির্যাতন বন্ধের দাবি

    0
    262

    আমারসিলেট24ডটকম,১জানুয়ারীঃ মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক সংঘের নবগঠিত কমিটির এক সভা ১৭ জানুয়ারী সন্ধ্যায় সংগঠনের চৌমুহনাস্থ কার্যালয়ে সোহেল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ জেলা কমিটির সাধারণ সম্পাদক ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ কমলগঞ্জ উপজেলা কমিটির যুগ্ম-আহবায়ক অমলেশ শর্ম্মা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা পাদুকা শ্রমিক সংঘের দপ্তর সম্পাদক জুনায়েদ খান সৌরভ। সভায় বক্তব্য রাখেন রিক্সা শ্রমিক সংঘের জেলা কমিটির সহ-সভাপতি শাহজাহান মিয়া, সহ-সাধারণ সম্পাদক মোঃ মুক্তার মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ কিসমত মিয়া, প্রচার সম্পাদক গনেশ চন্দ্র রায়, সদস্য মোঃ মোস্তফা মিয়া, বিষ্ণু মোহন মোহান্ত, মোঃ আল আমিন মিয়া প্রমূখ। সভায় নবগঠিত কমিটিকে শপথবাক্য পাঠ করান প্রধান অতিথি অমলেশ শর্ম্মা।

    বিস্তারিত আলোচনা করে আগামী ১ মাসের মধ্যে বিভিন্ন আঞ্চলিক কমিটি গঠন ও সদস্য ফরম পুরণ কার্যক্রম চালু এবং ২৮ ফেব্রুয়ারী জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ এর কেন্দ্রীয় সমাবেশ সফল করার প্রেক্ষিতে  সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় রিকশা শ্রমিকদের জন্য বর্তমান বাজারদরের সাথে সঙ্গতিপূর্ণ ন্যায্য ভাড়া নির্ধারণ, রিকশা রাখার জন্য সুবিধাজনক স্থানে স্থায়ী স্ট্যান্ড স্থাপন ও কথায় কথায় রিকশা শ্রমিকদের উপর নির্যাতন বন্ধ করার জোর দাবি জানান হয়। রিকশা শ্রমিক সংঘের জেলা কমিটির পরবর্তী সভা আগামী ১৪ ফেব্রুয়ারী বিকাল ৩ টায় সংগঠনের চৌমুহনাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হবে।