রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সমীরনের পিএইচডি ডিগ্রী অর্জন

    0
    312

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,২মার্চঃ   সমীরন সরকার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৪৭০ তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী Institute of Bangladesh Studies (IBS) এর অধীনে পিএইচ ডি ডিগ্রী অর্জন করেছেন। তার গবেষণার বিষয় ছিল ‘‘A Comparative Study of the Elderly Living in Old Age Home and Urban Family in Bangladesh”গবেষণার সহায়তার জন্য তার UGC ফেলোশিপ ছিল।

    সমীরন সরকার ১৯৭৭ সালের ১লা জুলাই নেত্রকেনায় জন্মগ্রহন করেন। তার পিতা ধনঞ্জয় সরকার পেশায় একজন শিক্ষিক ও মাতা শক্তি রানী সরকার একজন গৃহিনী।চার ভাই এক বোনের মধ্যে সমীরন সবার বড়।

    সমীরন সুনামগঞ্জের জামালগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি,মদনমোহন কলেজ থেকে এইচ.এস.সি ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন।

    সমীরন ২৪ তম বি.সি.এস এ শিক্ষা ক্যাডার লাভ করেন,তিনি বর্তমানে ভাষানটেক সরকারি কলেজে সমাজ বিজ্ঞানের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।তিনি সকলের আশীর্বাদ ও দোয়া প্রার্থী।