রাজধানীর কম্পিউটার মার্কেট মাল্টিপ্ল্যান সেন্টারে আগুন

    0
    426

    ঢাকা, ২০এপ্রিল : রাজধানীর এলিফ্যান্ট রোডে কম্পিউটার মার্কেট মাল্টিপ্ল্যান সেন্টারে অগ্নিকাণ্ডে খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ১০তলা ভবনটির চতুর্থ পঞ্চম তলায় আগুন লাগে। সেখান থেকে ধোঁয়া বের হতে দেখে কর্তব্যরত নিরাপত্তাকর্মী আশপাশের লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। বহুতল ভবনটির প্রতিটি ফ্লোরেই আগুন ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। আটকে পড়াদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুনের কারণ ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি। ঘটনাস্থলে থেকে একজন প্রত্যক্ষদর্শী বলেন, দাউদাউ করে আগুন জ্বলছে।আগুন মুহূর্তেই পুরো ভবনে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন ফ্লোর থেকে লোকজন দৌড়ে ভবনের ছাদে আশ্রয় নিয়েছে। এলিফ্যান্ট রোড এলাকায় যানচলাচল বন্ধ রয়েছে।

    রাজধানীর কম্পিউটার মার্কেট মাল্টিপ্ল্যান সেন্টারে আগুন
    রাজধানীর কম্পিউটার মার্কেট মাল্টিপ্ল্যান সেন্টারে আগুন

    ফায়ারব্রিগেডেরনিয়ন্ত্রণকক্ষেরকর্মকর্তামো. আলীজানান, আজশনিবারসকালসাড়ে১০টারদিকেমাল্টিপ্ল্যানসেন্টারেরপাঁচতলায়আগুনেরসূত্রপাতহয়।অগ্নিনির্বাপকবাহিনীরআটটিইউনিটআগুননেভানোরচেষ্টাকরছেবলেজানানতিনি।মার্কেটেরদোকানকর্মচারীইসমাইলজানান, গ্যাসেরসংযোগথেকেআগুনসূত্রপাতহয়।
    বিভিন্নফ্লোরথেকেলোকজনদৌড়েভবনেরছাদেআশ্রয়নিয়েছে।ঘটনাস্থলেএকজনপ্রতক্ষদর্শীজানান, দমকলবাহিনীর১০টিইউনিটআগুননেভাতেকাজকরছে।পুরোভবনেআগুনজ্বলছে।ভবনথেকেকালোধোঁয়াবেরহচ্ছে।বিভিন্নফ্লোরদোকানমালিককর্মচারিরানিচেনেমেআসলেওপ্রায়জনলোকছাদেআটকাপড়েছেন।দমকলকর্মীরাছাদেথাকালোকজনদেরউদ্ধারেরচেষ্টাকরছেন।তিনিজানান, দমকলকর্মীরাইতিমধযেআগুননেভাতেভবনেরভেতরেপ্রবেশকরেছেন।সাধারণশ্রমিকদেরসরিয়েদিয়েমুলগেটেপুলিশঅবস্থানকরছেন।